Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, অক্টোবর ২৯, ২০২৫

কাঠগোলাপ নিষিদ্ধ – প্রজ্ঞাপন জারি

কাঠগোলাপ নিষিদ্ধ

কেন কাঠগোলাপ নিষিদ্ধ হলো

বিভিন্ন দেশে একাধিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত কাঠগোলাপ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বুধবার (২৩ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায়। সিনেমাটি সার্টিফিকেশনবিহীন হওয়ায় এর প্রদর্শনী স্থগিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩-এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় তা নাকচ করা হয়েছে। ফলে ছবিটি সার্টিফিকেশনবিহীন হিসেবে বিবেচিত হওয়ায় প্রদর্শনী সমগ্র বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া সতর্কবার্তায় বলা হয়, চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্তসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আখতার।

পরিচালক-প্রযোজকের প্রতিক্রিয়া

ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক সাজ্জাদ খান। প্রযোজক ফরমান আলী ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর চলচ্চিত্রটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেন। প্রায় দুই বছর আটকে থাকার পর তিনি ছাড়পত্রের জন্য আপিল আবেদন করেন।

তবে, কেন ‘কাঠগোলাপ চলচ্চিত্র নিষিদ্ধ করা হলো, তা প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়নি। বিষয়টি নিয়ে পরিচালক ও প্রযোজক উভয়েই কারণ অনুসন্ধান করছেন বলে জানা গেছে।

সিনেমাটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, কেয়া ও মেঘলা মুক্তা। তারা যথাক্রমে এক গৃহিণী, করপোরেট কর্মী ও শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন। গল্প ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। অভিনয় করেছেন রাশেদ অপু, এ কে আজাদ, জামশেদ শামীম ও কুন্তল বুকিসহ আরও অনেকে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআনে হাফেজ ডেংগু জ্বরে মারা গেছেন

তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল…

ডনের ঘোষণা – সালমান শাহ হত্যা মামলায় এবার আত্মসমর্পণ করবেন

পুলিশের কাছে আত্মসমর্পণ করব : অভিনেতা ডন মাত্র চার বছরের সংক্ষিপ্ত অভিনয়জীবনেই ঢালিউডে এক নতুন যুগের সূচনা…
0
Share