Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআনে হাফেজ ডেংগু জ্বরে মারা গেছেন

তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাইফুর রহমান ত্বকী বাংলাদেশি একজন কুরআনের হাফেজ ও কুরআন তিলাওয়াতে আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ব্যক্তি। যিনি জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তিনি দেশের জন্য গৌরব বয়ে এনেছিলেন।
তিনি ২০১৯ সালে জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছিলেন। ২০১৪ সালে এনটিভিতে প্রচারিত পি এইচ পি কুরআনের আলো প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছিলেন। ২০১৭ সালের এপ্রিল মাসে কুয়েতে অনুষ্ঠিত কুয়েত আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২য় স্থান অর্জন করেছিলেন।
২০১৭ সালের নভেম্বরে বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করেছিলেন। এছাড়াও তিনি ২০১৭ সালে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ৩০পারা গ্রুপে ১ম স্থান দখল করেন । তিনি ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী ছিলেন। পরবর্তী সময় তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন।
২৮ অক্টোবর সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময় লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ পর্যন্ত সেখানেই মৃত্যু ঘটে তার।
বাংলাদেশে ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশা (বিশেষ করে এডিস ইজিপ্টাই) দ্বারা ছড়ায়। এর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ উচ্চ জ্বর, চোখের পেছনে ব্যথা, পেশী ও গাঁটে তীব্র ব্যথা এবং ত্বকে ফুসকুড়ি বা লালচে দাগ। বর্তমানে, বাংলাদেশের ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে এবং এটি প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত সুরক্ষাই সবচেয়ে জরুরি ।
তরুণ এই বিশ্বজয়ী হাফেজের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান শাহ হত্যা মামলার আসামিরা কে কোথায়?

সালমান শাহ হত্যা মামলায় জামিন চাইবেন সামিরা বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলা আবারও আলোচনায়।…

শাকিবের ‘প্রিন্স’ সিনেমা – কে হচ্ছেন প্রিন্সেস ?

শাকিবের ‘প্রিন্স’ সিনেমা : ইধিকা-রুক্সিণী একসাথে! শাকিবের ‘প্রিন্স’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ঈদে। এ ছবিতে…
শাকিবের ‘প্রিন্স’ সিনেমা

সাহসী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে যা বললেন তাসনিয়া ফারিণ

সাহসী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে তাসনিয়া ফারিণের খোলামেলা মন্তব্য দেশ ছেড়ে বিদেশেই প্রথম সিনেমার অভিষেক করেন ঢাকাই…
সাহসী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে যা বললেন তাসনিয়া ফারিণ
0
Share