ইধিকা-রুক্সিণী শাকিবের প্রিন্স সিনেমায়!
শাকিব খানের প্রিন্স সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ঈদে। এ ছবিতে দেখা যেতে পারে একাধিক নায়িকাকে। এদিকে শোনা যাচ্ছে, টলিউডেরও কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী যুক্ত হতে পারেন এই ছবিতে। আবারও রোমান্স আর অ্যাকশন নিয়ে বড় পর্দায় ফিরছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

আগামী মাসেই ‘প্রিন্স’ সিনেমার শুটিং
কয়েক দিন ধরেই গুঞ্জন, ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকবেন। তাদের মধ্যে দুজন টলিউডের অভিনেত্রী। পরিচালক মাহমুদ ও প্রযোজক অরিন্দম দাস জানিয়েছেন, দুর্গাপূজার আবহে কলকাতায় হবে প্রথম ধাপের শুটিং। সব ঠিক থাকলে নভেম্বর থেকেই শুরু হবে শুটিং। এছাড়া, কলকাতা থেকেই বেছে নেওয়া হবে একজন নায়িকা। টলিউডে গুঞ্জন আছে, রুক্মিণী মৈত্র ও ইধিকা পালের নাম রয়েছে সেই তালিকায়। তবে প্রযোজনা সংস্থা এখনো কাউকেই চূড়ান্ত করেনি। ফলে নায়িকার তালিকায় পরিবর্তন আসতেও পারে।
তৃতীয় নায়িকা হতে পারে বাংলাদেশের
শাকিব খানের প্রিন্স সিনেমায় তৃতীয় নায়িকা হিসেবে থাকবেন বাংলাদেশের একজন শিল্পী। গুঞ্জন আছে, ছবিতে নায়িকা ছাড়াও কলকাতার কয়েকজন অভিনেতা অভিনয় করবেন। একইভাবে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরাও যুক্ত হচ্ছেন।অনেকদিন ধরেই দুই দেশের শিল্পীরা একে অপরের প্রজেক্টে কাজ করছেন। তবে সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা শীতল হওয়ায়, তার প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনেও।

শুটিং হবে কলকাতা, মুম্বাই ও বাংলাদেশে
ছবির শুটিং হবে কলকাতা, মুম্বাই, দক্ষিণ ভারত এবং বাংলাদেশে। ক্যামেরা, নৃত্যপরিকল্পনা, ফাইট মাস্টার ও রূপসজ্জার দায়িত্ব পালন করবেন বলিউডের নামিদামী শিল্পীরা। পরিচালক জানিয়েছেন, ক্যামেরার দায়িত্ব দেয়া হচ্ছে অ্যানিম্যাল খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়কে। প্রসঙ্গত, সেই ছবির নায়ক ছিলেন রণবীর কাপূর। একই ছবির সজ্জাশিল্পী এবার শাকিব খানকে সাজাবেন।
নায়কের বয়সের কারণে ছবিতে ৩ নায়িকা
সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গল্পে ক্রাইম, লাভ, অ্যাকশন ও ইমোশন সব উপাদানই থাকবে। নব্বইয়ের দশকের মাফিয়ারাজ ও সেই সময়ের অন্ধকার জগত উঠে আসবে পর্দায়। নায়কের বিভিন্ন বয়স দেখানোর জন্যই ছবিতে তিনজন নায়িকা রাখা হয়েছে। এজন্য শাকিব খানকে সাজসজ্জায় বিভিন্ন ভাবে দেখা যেতে পারে। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্ম।