Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫

শাকিবের সাথে যে শর্তে কাজ করবেন মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত

মেগাস্টার শাকিব খানের সঙ্গে একাধিক নায়িকা নিয়ে সিনেমায় কাজ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত । তিনি জানান, দুই বা তার বেশি সংখ্যক নায়িকা থাকলে সেই সিনেমায় তিনি কোনোভাবেই অভিনয় করবেন না।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিষ্টি জান্নাত বলেন, শাকিব খানের সঙ্গে তার কাজের গুঞ্জন যেহেতু ছড়িয়েছে তাই দর্শকরা তাদের একসঙ্গে দেখার সম্ভাবনা রয়েছে। তবে শর্ত জুড়ে দিয়ে তিনি জানান, “আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করবো না, এটা শাকিব খানকে আমি অলওয়েজ বলে দিয়েছি। আমি সলো হইলে ওর সাথে কাজ করবো। কারণ আমার ওই যে লাইক… দুই নায়িকা, এক নায়িকা ও রকম ছবি আমি করতে চাই না। আর গুঞ্জন যেহেতু উঠেছে সেহেতু তো অবশ্যই দেখতে পাবেন।”

মিষ্টি জান্নাত

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে এই নায়িকা আরও বলেন, “আমি কোনো দুই নায়িকার ছবি আমি করতে চাই না। এটা আমি বরাবরই না করেছি। অনেক ছবি আমি ক্যানসেল করেছি, আমার পছন্দ না। কারণ এখানে আসলে ঝামেলা হয়। আর অফকোর্স সুপারস্টার, ওনার সাথে তো আমি অবশ্যই দুই নায়িকার সাথে ছবি করব না। এটা মানুষ খারাপ বলুক, ভালো বলুক, তাদের ব্যাপার। বাট আমি করব না। এটা শাকিবকে আমিও না করেছি। আই অ্যাম সো সরি অ্যাবাউট দিস।”

‘ধামাকা’নিয়ে যে গুঞ্জন উঠেছে, সেটি নিয়েও মন্তব্য করেন মিষ্টি। তিনি বলেন, “আমি তো কখনও বলিনি যে ধামাকা মানেই শাকিব খান আসবে। আপনারা বানিয়েছেন। ধামাকা মানে যে শাকিব খানের সাথে আমার সিনেমা আসবে, এরকম তো বিষয় না।”

এ সময় তিনি পরিষ্কার জানান, কোনো প্রযোজকের কাছে অনুরোধ করে তিনি কাজ নেন না। তিনি বলেন “আমি রিকোয়েস্ট করে কোনো ছবি আমি করব, ওই লেভেলে আসলে আমি যাই নাই। আমার এতটুকু সেলফ রেসপেক্ট নিজের আছে। আর রিকোয়েস্ট করে আমি ঢোকার মতো ইনশাআল্লাহ ওই দূরে আমি যাই নাই। কারণ আপনারা জানেন আমি শখে সিনেমা করি। এটা আমার টোটাল প্রফেশন না।”

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় মৃত্যুতে সাদিয়ার শোক

বিয়ারিং প্যাড দুর্ঘটনা নিয়ে যা বললেন সাদিয়া আয়মান ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যুতে…

বিচ্ছেদের গুঞ্জন – স্পষ্ট জবাব দিলেন পূর্ণিমা

স্বামীকে ট্যাগ দিয়ে ফেসবুকে পূর্ণিমার পোস্ট চিত্রনায়িকা পূর্ণিমার একটি ফেসবুক পোস্টের পর সামাজিক মাধ্যমে…
বিচ্ছেদের গুঞ্জনে স্পষ্ট জবাব দিলেন পূর্ণিমা

এক মাস আগেও সালমান শাহর মা-কে হুমকি দিয়েছে ডন    

ছেলে হত্যার বিচারের জন্য লড়াই করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী দেশের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ এর মরদেহ ১৯৯৬…
এক মাস আগেও সালমান শাহর মা-কে হুমকি দিয়েছে ডন
0
Share