অডিও ফাঁস নিয়ে যা বললেন নায়িকা ববি
সিনেমার খবরে নেই ইয়ামিন হক ববি। ব্যক্তিগত খবরেও ছিলেন অনেকটা আড়ালে। অবশেষে খবরে শিরোনামে এলেন এই নায়িকা। সিনেমা নয়, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় তিনি। প্রযোজক বাশারের সঙ্গে ববির অডিও ফাঁস হয়েছে। ভাইরাল অডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।

তিন মিনিটের অডিওতে ববি ও বাশারের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ আর মনোমালিন্য শোনা গেছে যায়। এক পর্যায়ে ববি বলে, ‘তোমার কাছে আমি সবসময় প্রয়োজন, কিন্তু প্রিয়জন নই।’
উত্তরে বাশার বলেন, ‘পল্টি মারি ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে মারি নাই।’ এ কথা শুনে ববি চমকে যান ববি। পরে বাশার আবার বলেন, ‘সেকেন্ডের মধ্যেই পল্টি মারতে পারি আমি।’
অডিওতে ববিকে বলতে শোনা যায়, ‘জানি না কেন তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি এমন আচরণ করো কেন, বুঝি না।’ উত্তরে বাশার বলেন, ‘ভালোবাসলে পেছনের কথা টানো কেন।’ কথোপকথনের এক পর্যায়ে ববিকে বলতে শোনা যায়, ‘তুমি খারাপ ব্যবহার করো। তবুও আমি ভালোবাসি।’ তখন বাশারও বলেন, ‘আমিও অনেক ভালোবাসি।’

বাশারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ববি!
তবে বিষয়টি নিয়ে পরে মুখ খোলেন ববি। ফাঁস হওয়া কল রেকর্ডের বিষয়ে তিনি দাবি করেছেন, অডিওটি পুরনো এবং জোড়াতালি দেওয়া। চিত্র নায়িকা ববির দাবি, এসব কথোপকথন দুই থেকে তিন বছর আগের। এমনকি বিভিন্ন সময়ের কথাবার্তা জোড়াতালি দিয়ে তা বানানো হয়েছে। চিত্রনায়িকা ববি মনে করছেন, কেউ ষড়যন্ত্র করে এমনটা করেছে। এই ব্যবসায়ী ও প্রযোজকের সঙ্গে সম্পর্ক কী পর্যায়ে আছে? উত্তরে ববি জানায়, ‘একদম স্বাভাবিক সম্পর্ক। আমি এখন আসলে আমার সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। “তছনছ” নামের একটি সিনেমার শুটিং করছি, ওদিকে আমার সব মনোযোগ।’