‘স্বার্থপর’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির চঞ্চল ও ফারিণ
বাংলাদেশের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ। দুজনেই বর্তমানে অবস্থান করছেন কলকাতায়। সম্প্রতি নির্মাতা ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ সিনেমায় অভিনয় করছেন চঞ্চল। টলিপাড়ার একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, দর্শকরা তাসনিয়া ফারিণকে প্রথমবার দেখেন অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’তে। এবার ফারিণ সেখানে গিয়েছেন নতুন সিনেমা ‘স্বার্থপর’ এর আলোচনায়।

ভাই ও বোনের মান-অভিমানের কাহিনী নিয়েই ‘স্বার্থপর’
ভাই-বোনের সম্পর্কের মান-অভিমান নিয়েই কোয়েল মল্লিকের নতুন ছবি ‘স্বার্থপর’। ছবিতে কোয়েলের দাদার ভূমিকায় নজর কেড়েছেন কৌশিক সেন। ভাই-বোনের সম্পর্ক খুনসুটিতে ভরা। সেখানে ভালোবাসাও যেমন তেমনি অভিমানও।এই সম্পর্কের টানাপোড়নের গল্পই ফুটিয়ে তুলেছেন পরিচালক অন্নপূর্ণা বসু।
২১ অক্টোবর কলকাতার এক মাল্টিপ্লেক্সে হয় স্পেশাল স্ক্রিনিং। সেখানে দেব, জিৎ, প্রসেনজিৎ, যশ-নুসরত, অঙ্কুশ-ঐন্দ্রিলাসহ অনেকেই ছিলেন। এছাড়াও হাজির ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ। পশ্চিমবঙ্গের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমায় দেখা যেতে পারে এই দুই তারকাকে। চলছে আলোচনা ও প্রস্তুতি। মূলত কোয়েল মল্লিকের আমন্ত্রণেই তারা এই প্রদর্শনীতে যোগ দেন।

‘স্বার্থপর’-এর রিভিউ দিলেন চঞ্চল, বললেন কান্না করেছি
একসঙ্গে হঠাৎ কেন ঢালিউডের এই দুই অভিনেতা? চঞ্চল চৌধুরী বলেন, “আসলে আমরা কেউ জানতাম না দু’জনেই কলকাতায় আছি। পুরোটাই কাকতালীয় ঘটনা। ও জানত না আমি এখানে, আমিও জানতাম না ও আছে।” অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে মিটিং করতে কলকাতায় আসি। এছাড়াও ছবির শুটিং তো আছেই। আবার ও এখানে টোনিদার সঙ্গে মিটিং করতে আসে। দু’জনেরই যাওয়ার পর দেখা হয়। ব্যাপারটা বেশ মজার।”
তবে কি এবার দুজনকে একই সিনেমায় দেখতে পাবেন দর্শকেরা? এমন প্রশ্নে চঞ্চল বলেন, ‘সেটা এখনও জানি না। তবে কথাবার্তা চলছে। আশা করি আমরা একসঙ্গে কাজ করব।’

সরাসরি কিছু না বললেও তাদের মধ্যে যে নতুন সিনেমা নিয়ে কথা হয়েছে, তা বোঝা গেল অভিনেতার কথাতেই। এছাড়াও একই পরিচালকের সঙ্গে একই সময়ে সাক্ষাতও ইঙ্গিত দেয়। সব ঠিক থাকলে অনিরুদ্ধ রায়চৌধুরীর আগামী সিনেমাতে কাজ করছেন চঞ্চল ও ফারিণ।