বিয়ের আগেই মুখ খুললেন রাশমিকা
রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা বাগদান সেরেছেন আগেই। ২০২৬ আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। যদিও বিয়ের সুনির্দিষ্ট তারিখ ও অন্যান্য তথ্য এখনো জানা যায়নি। ভক্তরা তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন। সম্প্রতি দীপাবলিও একসঙ্গেই উদযাপন করেছেন রাশমিকা ও বিজয়।

ঝগড়া রাশমিকা কিভাবে সামাল দেন ?
রাশমিকা জানান, সম্পর্কে সাধারণত ছোট ছোট বিষয় নিয়েই ঝগড়া শুরু হয়। কোথায় যাবে, কীভাবে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে বলবে না, এই প্রশ্ন তুললেই সমস্যার শুরু হয় সম্পর্কে। এই ছোট বিষয় থেকে ভুল বোঝাবুঝি শুরু হলে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়।

জীবনসঙ্গীর কী কী গুণ থাকতে হবে?
রাশমিকার মতে, জীবনসঙ্গীর মধ্যে পথচলার প্রতিটি পর্যায়ে একসঙ্গে চলার মানসিকতা হবে। জীবন সঙ্গীকে অবশ্যই নিরাপদ বোধ করতে হবে। চাহিদা নিয়ে এই অভিনেত্রী বলেন, “তিনি যেই হোন, তার মনে দয়ামায়া থাকতে হবে। আর দেখাতে হবে সম্মান। সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত জরুরি। সহানুভূতিশীল মন না থাকলে তার সঙ্গে পথ চলা মুশকিল।”
বিজয় ও রাশমিকার বিয়ে আগামী বছর
২০১৮ থেকে ২০২৫ সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রশ্মিকা ও বিজয়। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীতা গোবিন্দম’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন এই জুটি। পরে ‘ডিয়ার কমরেড’ ছবির মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরদার হয়। সেই সময় থেকেই সম্পর্ক নিয়ে গোপন জল্পনা চলতে থাকে।