সালমান শাহ হত্যা মামলার তদন্তে নেমেছে পুলিশ
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। সূত্রে জানা গেছে, মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন রয়েছে। আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে, সেজন্য বিমান ও স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই আসামিদের দেশত্যাগ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
‘ইস্কাটন প্লাজার’ ফ্ল্যাটে পুলিশ
২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলার তদন্তে নেমেছে পুলিশ। সেই তদন্তের জের ধরে সালমান শাহ যে বাসাটিতে থাকতেন সেখানে তদন্তের জন্য যায় পুলিশ। নায়কের মৃত্যুর পর সিলগালা করে দেওয়া হয়েছিল ওই ফ্ল্যাটটি। বর্তমানে ফ্ল্যাটের মালিক সেখানে বসবাস করছেন। নব্বই দশকে এই বাসাটিতেই স্ত্রী সামিরাকে নিয়ে ভাড়া থাকতেন সালমান শাহ। রাজধানীর ‘ইস্কাটন প্লাজার’ ওই ফ্ল্যাটের ভেতরের চিত্র কেমন তা ঘুরে ঘুরে দেখেছে পুলিশ।
গত ২০ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলা করেন সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের তালিকায় আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জন। এজাহারে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে।
সালমান শাহর মৃত্যু: ২৯ বছর পর হত্যা মামলা
ন্যায় বিচারের অপেক্ষায় দেশবাসী
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে অপমৃত্যুর মামলা করা হয়েছিল। অকালমৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার খুলবে কি না, সেদিকেই তাকিয়ে দেশবাসী।
ভিডিওতে দেখুন