এক নীরব লড়াইয়ের গল্প
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকে অনেকটাই অনিয়মিত এখন তিনি। শোবিজেও আগের মতো দেখা যায় না এই অভিনেত্রীকে। তবে, সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই তারকা। শুক্রবার জনপ্রিয় এই অভিনেত্রী জীবনের এক গভীর বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছেন। প্রতিদিন ৮-১০ টা ওষুধ খান শবনম ফারিয়া শারীরিক ও মানসিক নানা সমস্যার কারণে। তার সাহসিকতার গল্প এবং নিজের জীবনের সংগ্রাম নিয়ে জানুন বিস্তারিত এই প্রতিবেদনে।
ফেসবুকে তারকা এই অভিনেত্রী জানান নীরব লড়াইয়ের গল্প। ফারিয়া স্ট্যাটাসে লেখেন-রাতে ওষুধ খাওয়ার সময় স্বামীকে বললাম, “অনেক দিন ধরে আমি আমার ওজন নিয়ে লড়াই করছি। তারপরও যখন কেউ এটা নিয়ে মন্তব্য করে বলে আমার বয়স বেশি দেখায়, তখন কষ্ট লাগে। এতদিনে হয়তো অভ্যস্ত হওয়া উচিত ছিল।”
তিনি আরও জানান , তার স্বামী প্রতিদিনই তাকে সাহস দিচ্ছেন। বলেন “এমন কথা বলো না, যাতে আমার মন ভেঙে যায়। তোমার বয়স মাত্র ৩৪, অথচ তুমি প্রতিদিন রাতে ৮–১০টা ওষুধ খাও। কেউ তো দেখে না তুমি প্রতিদিন কতটা লড়াই করছো। তাহলে অন্যের কথায় কেন তুমি ওজন নিয়ে ভাববে?”
স্ট্যাটাসের শেষাংশে ফারিয়া সবার উদ্দেশে বলেন, মানুষকে কটু মন্তব্য নয়, সহমর্মিতা দেখানো উচিত। শবনম ফারিয়ার স্ট্যাটাসের পর, মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
এই পোস্টে রফিকুল ইসলাম লিখেছেন, ‘সুস্থতা কমনা করছি’। ঝুমুর নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘আমিও থাইরয়েড এর সাথে লড়াই করছি এবং ওজন নিয়ে’।
গত মাসেই বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। পাত্র তানজিম তৈয়ব দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। বিয়ের পর প্রথম সফরে এ মাসের শুরুতে শ্রীলঙ্কা ও মালদ্বীপে ঘুরে বেড়ান।