প্রায় সাড়ে চার মাসের দীর্ঘ সফর শেষে দেশে ফিরেছেন ছোট পর্দার পরিচিত মুখ পারসা ইভানা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি ও নিউইয়র্ক ঘুরে এসেছেন এই অভিনেত্রী। সফরের ফাঁকে কানাডায়ও গিয়েছেন কিছুদিনের জন্য।তবে শুধু ঘুরতেই যাননি, যুক্তরাষ্ট্রের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে অভিনয়ের একটি শর্ট কোর্স এবং ব্রডওয়ের ‘স্টেপস অন ব্রডওয়ে’-তে নাচের একটি কোর্সে অংশ নিয়েছেন তিনি। পাশাপাশি কিছু স্টেজ শোতেও অংশ নেন এই সময়টায়। ইভানা দেশে ফিরেছেন আগস্টের ২১ তারিখে। তবে ফিরেও এখনো ক্যামেরার সামনে ফিরতে দেখা যায়নি তাকে।
যুক্তরাষ্ট্রে তার যাত্রা শুরু হয়েছিল এপ্রিলের ৪ তারিখ। এর মাঝখানে মাত্র চার দিনের জন্য মে মাসে দেশে এসেছিলেন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিতে। কাজটি পরিচালনা করেছিলেন সাকিব ফাহাদ। শুটিং শেষ করে আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে।
ইভানা জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্য ছিল মূলত ভ্রমণ। তবে হাতে সময় থাকায় সেই ফাঁকেই অভিনয় ও নাচের প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নেন। তার মতে, অভিনয় শেখার পেছনে কোনো প্রদর্শনেচ্ছা ছিল না। বিষয়টি ছিল একান্তই ব্যক্তিগত আগ্রহ থেকে। তিনি বলেন, অভিনয়ের মতো বিষয়ে নিয়মিত চর্চা ও শৃঙ্খলা থাকা জরুরি। কোর্সটি তাকে সেই দিক থেকে নতুন অভিজ্ঞতা দিয়েছে ডিসিপ্লিন, ম্যানার, এক্সপ্রেশনসহ বিভিন্ন দিক নিয়ে অনেক কিছু শিখেছেন বলে জানান তিনি।
বর্তমানে দেশে ফেরার পর অংশ নিয়েছেন কিছু ফটোশুটে। তবে নাটক বা বিজ্ঞাপনে কাজ শুরু করেননি এখনো। তিনি বলেন, ভালো কোনো কাজ দিয়ে যেন নতুনভাবে নিজেকে তুলে ধরতে পারেন, সেই অপেক্ষাতেই রয়েছেন।
‘মির্জা’ সিরিজে মোশাররফ করিমের বিপরীতে সর্বশেষ দেখা গিয়েছিল ইভানাকে। এরপর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজনের শেষ দিকে তার চরিত্রটি দেশের বাইরে চলে যায়। সিরিজটির ভবিষ্যৎ নিয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি। যদি নির্মাতা কাজল আরেফিন অমি চান, তাহলে পরবর্তী সিজনে ফিরতেও পারেন ইভানা। তবে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি।
বড় পর্দায় কাজের বিষয়ে ইভানার মত, অনেকেই সিনেমায় যাচ্ছেন বলে তাকেও যেতে হবে এমন কোনো তাড়না নেই অভিনেত্রীর। তবে উপযুক্ত গল্প ও চরিত্র পেলে সিনেমায় কাজ করতেও আপত্তি নেই তার। অভিনয়ের মাধ্যম নিয়ে কোনো নির্দিষ্ট পছন্দ নেই বলেও জানান তিনি। চরিত্র যদি ভালো লাগে, তাহলে সেটা ইউটিউব হোক, ওটিটি হোক কিংবা বড় পর্দা সব মাধ্যমেই কাজ করতে আগ্রহী এই অভিনেত্রী।
নতুন গল্প ও চরিত্রে নিজেকে নতুনভাবে হাজির করতে চান ইভানা। আপাতত সেই প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন তিনি।