Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

সৌদি আরবে একসঙ্গে বলিউডের তিন খান – ‘জয় ফোরাম ২০২৫’

সৌদি আরবে একসঙ্গে বলিউডের তিন খান - ‘জয় ফোরাম ২০২৫’

শাহরুখ-সালমান-আমির একসাথে মাতাবেন সৌদি আরব

বলিউডের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরবের রিয়াদ। আসন্ন ‘জয় ফোরাম ২০২৫’ এ সৌদি আরবে একসঙ্গে বলিউডের তিন খান – শাহরুখ , সালমান ও আমির উপস্থিত থাকবেন। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (GEA) এর চেয়ারম্যান তুরকি আল-আলশিখ তাঁর অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি আরবে একসঙ্গে বলিউডের তিন খান - ‘জয় ফোরাম ২০২৫’

ইভেন্টটি অনুষ্ঠিত হবে রিয়াদের বুলেভার্ড সিটি ও SEF এরিনায়, আগামী ১৬ ও ১৭ অক্টোবর ২০২৫ তারিখে। ওই দুই দিনের আয়োজনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পর্ব হিসেবে থাকবে তিন খানের যৌথ উপস্থিতি—যেখানে তারা সৌদি আরবে বিনোদন, সংস্কৃতি ও চলচ্চিত্রশিল্পের বিকাশ নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় ভক্তরা

তিন দশকেরও বেশি সময় ধরে এই তিন খান বলিউডে রাজত্ব করে চলেছেন। তবে একই ইভেন্টে বা মঞ্চে তাদের একসঙ্গে দেখা পাওয়া ভক্তদের জন্য এক বিরল অভিজ্ঞতা। এবার সৌদি আরবের এই জয় ফোরাম ২০২৫ সেই অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে #ThreeKhansInSaudi এবং #JoyForum2025 হ্যাশট্যাগে চলছে তুমুল আলোচনা।

তুরকি আল-আলশিখ এক পোস্টে লিখেছেন, “Joy Forum 2025 will bring together the biggest stars from around the world, including our beloved Bollywood legends.”
এ ঘোষণার পর থেকেই বলিউডভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

ভক্তরা বলছেন, “এটা শুধুমাত্র তিন খানের মিলন নয়, এটি বলিউডের ঐক্যের প্রতীক।” কেউ কেউ আবার লিখেছেন, “আমরা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি।”

বলিউড ও আন্তর্জাতিক বিনোদনের সেতুবন্ধন

জয় ফোরাম ২০২৫ কেবল একটি বিনোদন ইভেন্ট নয়, এটি আন্তর্জাতিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। শাহরুখ, সালমান ও আমির সেখানে বলিউডের ভবিষ্যৎ, ভারতীয় সিনেমার বৈশ্বিক প্রভাব এবং আন্তর্জাতিক প্রযোজনায় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

সৌদি আরবে একসঙ্গে বলিউডের তিন খান - ‘জয় ফোরাম ২০২৫’

উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালে শাহরুখ খান একাই জয় ফোরামে অংশ নিয়েছিলেন, যেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জ্যাকি চ্যান ও জ্যঁ-ক্লদ ভ্যান ড্যাম। এবার, ২০২৫ এ, তিন খানের একসঙ্গে উপস্থিতি এই আয়োজনকে নতুন মাত্রা দিতে চলেছে।

ভক্তদের উচ্ছ্বাস ও প্রত্যাশা

রিয়াদে অনুষ্ঠিত এই জমকালো সম্মেলন ঘিরে বলিউডপ্রেমী দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। অনেকেই মনে করছেন, তিন খানের একত্রে উপস্থিতি শুধু সৌদি আরব নয়, গোটা বিশ্বের দর্শকদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হবে।

যদিও এখনো তিন তারকার পক্ষ থেকে আলাদা কোনো প্রেস স্টেটমেন্ট প্রকাশিত হয়নি, Joy Forum এর অফিসিয়াল ওয়েবসাইটেও তাদের নাম স্পিকার তালিকায় দেখা গেছে। ফলে ধারণা করা হচ্ছে, অক্টোবরের মধ্যভাগে রিয়াদেই ঘটতে যাচ্ছে এই ঐতিহাসিক ‘ত্রয়ী পুনর্মিলন’।

সূত্রসমূহ:

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মমতাজের স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত

সাবেক সাংসদ ও শিল্পী মমতাজ বেগম সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলছে…
মমতাজের স্থাবর সম্পত্তি

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

সামীরাসহ ১১ জনের সম্পদ জব্দের আবেদন নথিভুক্ত সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও…
সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি
0
Share