সাবিনা ইয়াসমীন ও মৌসুমী ভৌমিক এক মঞ্চে
বিশেষ সংগীতানুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে গেছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীন । বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতেই মূলত যুক্তরাজ্যে গেছেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। রোববার লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। বাংলা সংগীতের দুই কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীন ও মৌসুমী ভৌমিক এক মঞ্চে । সুর আর গানের জাদুতে ভরপুর এই অনুষ্ঠান হবে সঙ্গীতপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।
আগামী ১৯ অক্টোবর, রোববার পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হবে লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের ১৬তম আসর। আয়োজনে অংশ নেবেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক ও।উৎসবটি আয়োজন করছে উদীচী যুক্তরাজ্য শাখা, স্থানীয় বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সহায়তায়। দিনব্যাপী বইমেলার পাশাপাশি থাকছে দুই পর্বে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে এবং চলবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। এতে থাকবে কবিতা পাঠ, শিশু-কিশোরদের আবৃত্তি ও নানা সাংস্কৃতিক পরিবেশনা। দ্বিতীয় পর্বে, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান, যেখানে একই মঞ্চে পরিবেশন করবেন সাবিনা ইয়াসমীন ও মৌসুমী ভৌমিক। শ্রোতারা উপভোগ করবেন তাদের জনপ্রিয় গানগুলোর নির্বাচিত পরিবেশনা।
সাবিনা ইয়াসমীনের সঙ্গে সংগীত পরিবেশনায় অংশ নেবেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের মিউজিশিয়ানরা। বাংলাদেশ থেকে তার সঙ্গে রয়েছেন চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল। সাবিনা ইয়াসমীন জানিয়েছেন, সংগীতানুষ্ঠান শেষে তিনি ২৫ অক্টোবর দেশে ফিরবেন