Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, অক্টোবর ১১, ২০২৫

ফিনিক্সের ডায়েরি-২ : অর্থহীন ব্যান্ডের নতুন অ্যালবাম

ফিনিক্সের ডায়েরি-২

ফিনিক্সের ডায়েরি-২

বাংলাদেশের রক সঙ্গীত অঙ্গনের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী ব্যান্ড অর্থহীন তাদের নতুন অ্যালবাম ফিনিক্সের ডায়েরি-২ নিয়ে ফিরছে আরও অন্ধকার, আরও গভীর বার্তা নিয়ে। বিশ্বজুড়ে শ্রোতাদের জন্য অ্যালবামটির মুক্তির ঘোষণা এসেছে সম্প্রতি ঢাকায় আয়োজিত এক প্রেস ইভেন্টে।

এই অ্যালবামটি অর্থহীনের আগের সফল প্রজেক্ট ফিনিক্সের ডায়েরি ১-এর সরাসরি সিক্যুয়েল। প্রথম অ্যালবামটি বাংলা নিউ রক ঘরানার পথিকৃৎ হিসেবে স্পটিফাইয়ের স্বীকৃতি পেয়েছিল। তবে এবার ব্যান্ডটি বলছে ফিনিক্সের ডায়েরি-২ ,  শুধু ধারাবাহিকতা নয় বরং এটি এক আবেগঘন প্রতিশোধের গল্প যেখানে নায়কের পুনর্জন্মের আশার প্রতীক ধ্বংসের প্রতিমূর্তিতে রূপ নেয়।নতুন এই অ্যালবামে প্রতিশোধ, ক্ষোভ ও আত্মসংঘর্ষের থিম স্পষ্ট। অর্থহীনের মতে, এটি তাদের সবচেয়ে অন্ধকার এবং সঙ্গীতগতভাবে সমৃদ্ধ কাজ হতে চলেছে।

১৭ অক্টোবর ২০২৫ তারিখে অ্যালবামটি মুক্তি পাবে ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল ও কোবাজ সহ সব বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে। এর আগে, ১০ অক্টোবর অর্থহীন আয়োজন করতে যাচ্ছে একটি এক্সক্লুসিভ “সিক্রেট লিসেনিং পার্টি, যেখানে ব্যান্ডটির নিবেদিত ভক্ত গোষ্ঠী ‘অদ্ভুত’-এর সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এরই মধ্যে অ্যালবামের একটি গান, ‘উন্মাদ’, প্রকাশিত হয়েছে অর্থহীনের ইউটিউব চ্যানেলে গত ২ অক্টোবর।ব্যান্ডটি তাদের অ্যালবাম ও প্রচার কার্যক্রমে মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশ, শেল, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড, গেট সেট রক এবং ভার্স ইমেজিনের সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেছে। এছাড়াও হেভি মেটাল টি-শার্ট, মিউজিক ক্যাসেল, এসপি রিদম, স্কাইফল, টিউন অ্যান্ড বাইট মিউজিক ক্যাফে, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড এবং কুল এক্সপোজার-এর অবদানের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অ্যালবামটিতে আন্তর্জাতিকভাবে স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণও চমক হিসেবে থাকছে। গ্র্যামি নমিনেটেড গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি, স্যাক্সোফোনে মাইক স্টার্ন ও পল সায়মন খ্যাত বব ফ্র্যাঙ্কেসচিনি, বেইসে স্নুপ ডগ ও স্টিভি ওয়ান্ডারের সহকর্মী বাবি লুইস এবং অর্থহীনের প্রতিষ্ঠাতা বেইসবাবা সুমনের পুত্র আহনাফের কোলাবোরেশন গানগুলোকে দিয়েছে বিশেষ মাত্রা । প্রয়াত সঙ্গীত পরিচালক ও শিল্পী এ কে রাতুলের স্মৃতির প্রতি এই অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সোলজার সিনেমায় যুগান্তকারী রূপে ধরা দিলেন শাকিব খান

‘সোলজার’-এর প্রথম টিজার প্রকাশের পর মেগাস্টার শাকিব খান এর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর প্রথম টিজার…

বাংলা সিনেমায় চরম দুঃসময়: ১২টি ছবি মুক্তি, কিন্তু হল বন্ধের হিড়িক

বাংলা সিনেমায় চরম দুঃসময় দেশে গত সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়া বেশিরভাগ সিনেমাই দর্শক টানতে পারেনি। ‘বাড়ির নাম…

নোবেল ২০২৫ : সাহিত্যে বিজয়ী হলেন লাসজলো ক্রাসনাহোরকাই

হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই সাহিত্যে নোবেল ২০২৫ পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো…
Exit mobile version