Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫

‘বান্ধব’ ছবির গল্প চুরির অভিযোগ অস্বীকার নির্মাতার

‘বান্ধব’ ছবির গল্প চুরির অভিযোগ অস্বীকার নির্মাতার

চুরির দায়ে অভিযুক্ত হয়েছে ‘বান্ধব’

আগামী ৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সুজন বড়ুয়া পরিচালিত সিনেমা ‘বান্ধব’। তবে মুক্তির আগেই চুরির দায়ে অভিযুক্ত হয়েছে ‘বান্ধব’ সিনেমা। দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস অভিযোগ তুলেছেন, তার লেখা গল্প ‘মানুষ’ থেকে অনুমতি ছাড়াই এ সিনেমার কাহিনি নেওয়া হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দেন তিনি।  

সেখানে বিশ্বজিৎ লেখেন, ‘২০০৯ সালে মৌচাকে ঢিল পত্রিকায় প্রকাশিত আমার ছোটগল্প পাঠকের বিপুল সাড়া ফেলেছিল। ‘‘সময়’’ নামের সংকলনের প্রতিটি সংস্করণেই ‘‘মানুষ’’ গল্পটি রয়েছে। সুজন বড়ুয়ার ‘‘বান্ধব’’ সিনেমার ট্রেলার দেখে নিশ্চিত হয়েছি, ছবির কাহিনি সেই গল্প থেকে নেওয়া। অথচ আমাকে কিছুই জানানো হয়নি, নামও ব্যবহার করা হয়নি।“

তবে ছবিটির নির্মাতা সুজন বড়ুয়া গণমাধ্যমকে জানান তিনি কোনো গল্প চুরি করেননি। এই গল্প তার ভাবনাতেই ছিল। সুজন বড়ুয়া বলেন, ‘আমি কারো গল্প চুরি করিনি। গল্পটি আমার মাথাতেই ছিল। আমি দীর্ঘদিন ধরে এই গল্প নিয়ে ঘুরেছি। এরপর ২০১৭ সালে ছবি নির্মাণ করার কথা ভাবি।’   

বিশ্বজিৎ দাস বলছেন, ‘আমি কোনো দিন কাউকে এই গল্পের সিনেমা বা নাটক নির্মাণের স্বত্ব দিইনি। এটি সম্পূর্ণ চৌর্যবৃত্তি। আমি সিনেমার বিরোধিতা করছি না, তবে যদি পরিচালক ও প্রযোজক আমাকে গল্পকার হিসেবে স্বীকৃতি দেন, সেটিই হবে ন্যায্য।“  

মৌ খান | ছবি: ফেসবুক

 চুরি করা গল্পে ‘বান্ধব’

দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এই লেখক জানান, তার গল্পগুলো ইতিমধ্যেই বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সময় নামের সংকলন আকারে বেরিয়েছে একাধিক সংস্করণে। তাই এই ধরনের ‘গল্প চুরি’ তার কাছে দুঃখজনক।

 ‘বান্ধব’ নির্মাতা যা বললেন

অবশ্য নিজের গল্পে ‘বান্ধব’ চলচ্চিত্রটি নির্মিত হলেও নির্মাতা সুজন বড়ুয়া জানালেন, তিনি কোনো গল্পকার নন। তিনি বললেন, ‘আমি পেশাদার কোনো গল্পকার নই। আমার কোনো গল্পের বই নেই। কিন্তু এই গল্পটি আমার লেখা।’ 

সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক সুজন বড়ুয়া। তিনি গণমাধ্যমে এর গল্প সম্পর্কে জানান, ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া জন্মপরিচয়হীন এক শিশুর জীবনগল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়। মূল চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। আরো আছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান, আসমা শিউলি, আরফান প্রমুখ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সেরার লড়াইয়ে আলিয়া-কারিনার প্রতিদ্বন্দ্বী ১৭ বছরের তরুণী

১৭ বছর বয়সী তরুণী গেল শনিবার ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এর মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। এবারের…

কোক স্টুডিওতে ‘মহা জাদু’ ও বাউল খোয়াজ মিয়া   

মেলবন্ধন ঘটেছে বাংলা ও ফারসি সম্প্রতি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে প্রকাশ্যে এসেছে ‘মহা জাদু’ শিরোনামের একটি…

টাকার অভাবে চুমু খেতে হতো সাইফ আলী খানকে

প্রযোজকের গালে ১০ বার চুমু বলিউড অভিনেতা সাইফ আলী খান জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে এক নারী প্রযোজকের কাছ…
Exit mobile version