প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান
বলিউড বাদশাহ শাহরুখ খান তিন দশকেরও বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। তবে অবাকই হতে হয় তিনি কখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। এবারই প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান । ভারতীয় একাধিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা এসেছে ১ আগস্ট, শুক্রবার। এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন বলিউডের কিং খান শাহরুখ খান। তার বহুল আলোচিত সিনেমা ‘জওয়ান’–এর জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
এই পুরস্কার ভাগ করে নিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি। অর্থাৎ সেরা অভিনেতা হিসেবে শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি একসঙ্গে নাম লিখিয়েছেন এ তালিকায়। দুজনেরই অভিনয় দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়িয়েছে।
শাহরুখ খানের অভিনয় জীবনের সূচনা হয়েছিল ১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘দেওয়ানা’ সিনেমার মাধ্যমে। টানা তিন দশকেরও বেশি সময় ধরে ভক্তদের ভালোবাসা আর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এটাই তার প্রথম সেরা অভিনেতার সম্মান। এই পুরস্কার তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন অনেকে।
‘জওয়ান’-এর সাফল্যের পর বর্তমানে শাহরুখ ব্যস্ত নতুন সিনেমা ‘কিং’–এর শুটিং নিয়ে। অ্যাকশনধর্মী এ চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৬ সালে। বিশেষ আকর্ষণ হিসেবে ছবিতে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার মেয়ে সুহানা খানের। এ সিনেমায় আরও থাকছেন বেশ কিছু পরিচিত মুখ, যা ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে তুলেছে।
জাতীয় পুরস্কার জয়ের পর শাহরুখ খান আবারও প্রমাণ করলেন তার জনপ্রিয়তা এবং অভিনয় দক্ষতা। ৩৩ বছরের ক্যারিয়ারের এই অর্জন শুধু তার ভক্তদেরই নয়, পুরো বলিউড ইন্ডাস্ট্রিকেই গর্বিত করেছে। এখন সকলের দৃষ্টি আগামী সিনেমা ‘কিং’-এর দিকে, যা শাহরুখ খানের কর্মজীবনে আরেকটি মাইলফলক হতে পারে।