Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬

জুলাই শহীদদের মায়েদের স্মৃতিকথা নিয়ে প্রথম সিনেমা মুক্তি

মুক্তি পেল জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে প্রথম সিনেমা

জুলাই শহীদদের মায়েদের স্মৃতিকথা নিয়ে প্রথম সিনেমা মুক্তি

বাংলাদেশের ইতিহাসে ৭ জুলাই শহীদদের ত্যাগ এক অনন্য অধ্যায়। সেই জুলাই শহীদদের মায়েদের স্মৃতিকথা নিয়ে প্রথম সিনেমা মুক্তি পেয়েছে । শহীদদের মায়েদের চোখে দেখা বেদনা, সাহস ও স্মৃতির গল্প নিয়ে নির্মিত হয়েছে এক হৃদয়স্পর্শী ডকুমেন্টারি সিরিজ “জুলাই মাদার্স: দেয়ার আইজ রিমেম্বার” (July Mothers: Their Eyes Remember)। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত এই তথ্যচিত্র সিরিজের প্রথম পর্বের নাম “উইল ইউ এভার স্লিপ, মা?” (Will You Ever Sleep, Ma?)

অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজ Chief Advisor GOB থেকে তথ্যচিত্রটির মুক্তির খবর নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়, দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মায়েদের অবদানকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

জুলাই শহীদদের মায়েদের স্মৃতিকথা নিয়ে প্রথম সিনেমা মুক্তি

তথ্যচিত্রটিতে দেখা যায়, জুলাই মাসে যেসব তরুণ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন, তাঁদের মায়েদের স্মৃতিচারণ, কষ্ট ও গর্বের গল্প। সাক্ষাৎকার ও আর্কাইভ ফুটেজের মাধ্যমে তুলে ধরা হয়েছে, কীভাবে এসব মায়েরা যুদ্ধের সময় সন্তান হারিয়ে দেশপ্রেমে অনুপ্রাণিত থেকেছেন। তাঁদের চোখে ভেসে ওঠে এক অনন্য মানবিক চিত্র, বেদনা ও গর্বের মিশেল।

“উইল ইউ এভার স্লিপ, মা?” পর্বে মায়েদের জীবনের গভীর অনুভূতি ও নিঃসঙ্গতার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের নির্মমতা। পরিচালক বলেন, “এই ডকুমেন্টারি শুধু ইতিহাস নয়, এক অনুপ্রেরণার উৎস, যা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কত বড়।”

সংস্কৃতি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সিরিজটির প্রতিটি পর্বে ভিন্ন ভিন্ন শহীদ মায়ের জীবনের গল্প তুলে ধরা হবে। এতে থাকবে বাস্তব সাক্ষাৎকার, অরিজিনাল ফুটেজ ও ঐতিহাসিক ডকুমেন্ট।

ডকুমেন্টারির ভিজ্যুয়াল ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের গভীর আবেগে ছুঁয়ে যায়। এটি শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস নয়, নারীর শক্তি ও সহনশীলতার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।

“জুলাই মাদার্স: দেয়ার আইজ রিমেম্বার” সিরিজটি মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র নির্মাণে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সিরিজটির পরবর্তী পর্বগুলোও ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

দেশের ইতিহাস ও সংস্কৃতিতে আগ্রহী দর্শকদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা , যা ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ পরিবারের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কিংবদন্তী নির্মাতা বেলা তার মারা গেছেন

নির্মাতা বেলা তার হাঙ্গেরির কিংবদন্তী নির্মাতা বেলা তার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি…
কিংবদন্তী নির্মাতা বেলা তার

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে শনিবার

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । তথ্যটি…
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

নায়কবিহীন ‘প্রেশার কুকার’ সিনেমায় বুবলী

তিন নায়িকার সিনেমা ‘প্রেশার কুকার’ বেশ কিছুদিন আগে রাশেদা আক্তার পরিচালিত ‘শাপলা শালুক’ ছবির শুটিং করেছিলেন শবনম…
নায়কবিহীন ‘প্রেশার কুকার’ সিনেমায়

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬-পুরস্কার জিতলো যারা

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬ গত ৪ জানুয়ারী, অনুষ্ঠিত হয়েছে ৩১তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬ আসর।…
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬
0
Share