ভারতে মুক্তির একদিন পর ৮ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমাটি। ২৭ আগস্ট তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে ছবিটির মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যাটলী কুমার পরিচালিত চলচ্চিত্রটির বাংলাদেশে মুক্তির খবর নিশ্চিত করেছেন নির্মাতা কাজী হায়াৎ। তিনি সিনেমাটির বাংলদেশে মুক্তির জন্য ডাকা তথ্য মন্ত্রণালয়ের বৈঠকে উপস্থিত ছিলেন।
সাফটা চুক্তির আলোকে বাংলাদেশে ছবিটি আমদানি করতে যাচ্ছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন গণমাধ্যমে জানান, ভারতে ৭ সেপ্টেম্বর মুক্তি পেলেও বাংলাদেশে ৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জাওয়ান’। দেশে শুক্রবারে মুক্তির চল রেখেই দিনটিতে রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত চলচ্চিত্রটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত,অস্ট্রেলিয়ার মত দেশগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমাটির।শুধু যুক্তরাষ্ট্রেই দেড় কোটি রুপির অগ্রীম টিকিট বিক্রি হয়েছে ছবিটির। এছাড়াও মুম্বাইয়ের থানে এলাকার কিছু প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যেই সবগুলো টিকিট বিক্রি হয়ে যাওয়ার খবরও গণমাধ্যমে এসেছে।
প্রায় ৩০০ কোটি রুপির বাজেটে নির্মিত ‘জাওয়ান’ সিনেমাটিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, থালাপতি বিজয়, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণির মত তারকারা।