বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ৮ আগস্ট দেশব্যাপী প্রদর্শিত হয়েছে ‘বঙ্গমাতা’ চলচ্চিত্রটি । শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনীর উপর ভিত্তি করে নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমাটি প্রযোজনা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ।
৮ আগস্ট শিল্পকলা একাডেমীসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে থাকা সকল সংস্থায় সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল । এছাড়া আগস্ট মাসজুড়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরে ১ ঘণ্টা পরপর ছবিটির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এর আগে ৭ আগষ্ট বিকেলে শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়।
খোরশেদ বাহারের উপন্যাস ‘বঙ্গমাতা ইতিহাসের নিভৃত সৈনিক’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে বঙ্গমাতার চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। নাসরীন মুস্তাফার চিত্রনাট্যের উপর ভিত্তি করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে মুনির আহমেদ শাকিল, ফারজানা ছবি, সুহাসিনী মেঘলা টুপুর, খলিলুর রহমান কাদরী, লাবণ্য চৌধুরী, অধ্যয়ন দৃশ্যের মত তারকাদের দেখতে পাবেন দর্শক।