বর্ণিল আয়োজনে পালন করা হয়েছে দেশবরেণ্য চিত্রশিল্পী ও কার্টুনিস্ট রফিকুন নবীর ৮০ তম জন্মদিন।
বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ২৮ নভেম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।
জাঁকজমকপূর্ণ আয়োজনটির অন্যতম আকর্ষণ ছিল চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে প্রদর্শিত হওয়া শিল্পী রফিকুন নবীর কার্টুন, প্রচ্ছদ এবং পোস্টার।
চিত্রালীর পক্ষ থেকেও গুণী এই শিল্পীকে ৮০ তম জন্মজয়ন্তী উপলক্ষে অনেক অনেক শুভকামনা।