রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর প্রাণহানি ও হতাহতের ঘটনায় শোকাহত পুরো দেশ। অন্যান্যদের পাশাপাশি এমন মর্মান্তিক ঘটনায় শোকবার্তা জানাচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সেই দলে ভিন্নভাবে যোগ দিলেন অভিনেতা আরশ খান।
সন্তানহারা পরিবার ও গণমানুষের আবেগকে গুরুত্ব দিয়ে চলতি সপ্তাহে আরশ অভিনীত কোনো নাটক প্রচার না করার জন্য সংশ্লিষ্ট প্রযোজক, নির্মাতা ও চ্যানেল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন ছোট পর্দার এই অভিনেতা।
এক ফেসবুক পোস্টে আরশ লিখেন, ‘সাধারণ জনগণের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমতাবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সব নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।’
এদিকে মাইলস্টোনের ঘটনায় সন্তানহারা পরিবার ও বাচ্চাদের আগুনে ঝলসানো ছবি দেখে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরিমনি।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত শতাধিকেরও বেশি। রাষ্ট্রীয়ভাবে মঙ্গলবার (২২ জুলাই) পালিত হচ্ছে শোক দিবস।