আগামী ১৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭৮তম কান ফিল্মের আসর। ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে আয়োজিত হবে অনুষ্ঠানটি। এবারের কান উৎসবের প্রেসিডেন্ট আইরিস নোবলোখ ও জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে এই দুইজন উৎসবের নির্বাচিত ছবিগুলোর তালিকা প্রকাশ করেন।
এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ১৯টি ছবি। তবে এবার কোনো কোরীয় ছবি কান উৎসবে জায়গা করে নিতে পারেনি। গত এক যুগে এই প্রথম এমনটা ঘটল। এবারের নির্বাচিত ছবিগুলো হলো ‘আলফা’ (ফ্রান্স, বেলজিয়াম), ‘দোসিয়ে ১৩৭’ (ফ্রান্স), ‘ঈগলস অব দ্য রিপাবলিক’ (সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক ও ফিনল্যান্ড), ফুয়োরি’ (ইতালি, ফ্রান্স), ‘এডিংটন’ (যুক্তরাষ্ট্র), ‘নুভেল ভাগ’ (ফ্রান্স), ‘দ্য ফিন্যান্সিয়াল স্কিম’ (যুক্তরাষ্ট্র, জার্মানি), ‘দ্য হিস্টোরি অব সাউন্ড’ (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র), ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ (ইরান, ফ্রান্স), ‘দ্য লিটল সিস্টার’ (ফ্রান্স, জার্মানি), ‘দ্য মাস্টারমাইন্ড’ (যুক্তরাষ্ট্র, জার্মানি), ‘রেনোয়ার’ (জাপান, ফ্রান্স, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া), ‘রোমেরিয়া’ (স্পেন, জার্মানি), ‘দ্য সিক্রেট এজেন্ট’ (ব্রাজিল, ফ্রান্স), ‘সেনটিমেন্টাল ভ্যালু’ (নরওয়ে, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য), ‘সিরাত’ (স্পেন, ফ্রান্স), ‘সাউন্ড অব ফলিং’ (জার্মানি), ‘টু প্রসিকিউটরস’ (লাটভিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, রোমানিয়া, লিথুয়ানিয়া) এবং ‘দ্য ইয়ং মাদার্স হোম’ (বেলজিয়াম)।
উৎসবের অন্যতম প্রতিযোগিতা বিভাগ আঁ সার্তে রিগায় এবার জায়গা পেয়েছে ১৬টি ছবি। এগুলো হল’ দ্য মিস্টিরিয়াস গেজ অব দ্য ফ্লেমিঙ্গো’, ‘মেতেওরস’, ‘মাই ফাদারস শ্যাডো’, ‘আর্চিন’, ‘এলিয়ানোর দ্য গ্রেট’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন গাজা’, ‘আইশা ক্যান্ট ফ্লাই অ্যাওয়ে’, ‘হেডস অর টেইল?’, ‘পিলোন’, ‘ল্যাঁকোনু দ্য লা গ্রঁদ আর্শ’, ‘আ পালে ভিউ অব দ্য হিলস’, ‘দ্য লাস্ট ওয়ান ফর দ্য রোড’, ‘হোমবাউন্ড’, ‘কারাভান’, ‘দ্য প্লেগ’ ও ‘প্রমিজড স্কাই’।
এবারের কান উৎসব হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য বিশেষ বটে। কেননা নির্বাচিত দুটি ছবির সঙ্গে তিনি জড়িত। একটিতে অভিনয়, অন্যটি নির্মান। এবারের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ওয়েস অ্যান্ডারসন নির্মিত ‘দ্য ফিন্যানশিয়াল স্কিম’ আর সেখানেই অভিনয় করেছেন স্কারলেট।
স্কারলেট নির্মিত সিনেমা ‘এলিয়ানোর দ্য গ্রেট’ নির্বাচিত হয়েছে আঁ সার্তে রিগা বিভাগে। এদিকে বাজিমাত করেছেন নির্মাতা আমেলি বোনাঁর। তার নির্মিত প্রথম সিনেমা ‘লিভ ওয়ান ডে’ এবারের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে উৎসবে।
পিছিয়ে নেই জাহ্নবী কাপুরও। ক্যারিয়ারের নতুন দিগন্তে এই অভিনেত্রী। জাহ্নবী অভিনীত ‘হোমবাউন্ড’ নির্বাচিত হয়েছে ‘আঁ সার্তে রিগায়। নির্মাতা নিরাজ ঘেওয়ান।
উৎসবের প্রধান জুরি হিসেবে থাকছেন অভিনেত্রী জুলিয়েট বিনোশ। অভিনেতা রবার্ট ডি নিরোর জন্য অন্যরকম উৎসব হতে যাচ্ছে । আজীবন সম্মাননা হিসেবে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে এই অভিনেতাকে।