রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে প্রাচী লেখেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার।’
এরপরই অভিনেত্রী যোগ করেন, ‘বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার। আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’
মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশ ত্যাগ করলে দেশে আনন্দ- উল্লাসের পাশাপাশি কিছু অনাকাঙ্খিত ঘটনাও ঘটে। যেগুলোর মাঝে একটি হলো- বঙ্গবন্ধুর বাড়িটি পুড়িয়ে দেয়া।
৫ আগস্ট থেকে আওয়ামী লীগ এবং এ দলের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশ ছাড়াসহ আত্মগোপনে চলে যান। এদিকে দলটির রাজনীতির সাথে অনেক বছর থেকেই জড়িত আছেন প্রাচী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় আত্মগোপনে না থেকে সরকার পতন ঘটার পরও দলের করুণ অবস্থায় সরব হলেন অভিনেত্রী।