দেখতে দেখতে জীবনের ৫২ টি বসন্ত পেড়িয়ে ৫৩ বছর বয়সে পা দিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী টাবু। জন্মদিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছে তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।
১৯৭১ সালের ৪ নভেম্বর হায়দ্রাবাদের এক মুসলমান পরিবারে জন্ম তার। আসল নাম তাবাসসুম ফাতিমা হাশমী হলেও বলিউডপাড়ায় তিনি টাবু নামেই পরিচিত। ১৯৮৫ সালে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন তিনি। নায়িকা হিসেবে তার ‘পেহলা পেহলা প্যায়ার’ তেমন সারা না পেলেও ১৯৯৪ তে মুক্তি প্রাপ্ত ‘বিজয়পথ’ সিনেমায় নিজের অভিনয়ে তাক লাগিয়ে দেন সকলকে। শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী হিসেবে পান ‘ফিল্মফেয়ার এওয়ার্ডস’। এরপর নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ‘হু তু তু’, ‘মকবুল’, ‘অস্তিত্ব’, ‘হায়দার’, ‘মাচিস’—ছবির চরিত্রগুলো বিশেষ প্রশংসিত। তাবু প্রতিবার নিজের অভিনয় দক্ষতায় মন জয় করেছেন সমালোচক থেকে দর্শক, সকলের।
কেবল বলিউড নয় ‘দ্যা নেমসেক’ সিনেমা দিয়ে ইরফান খানের বিপরীতে পা রেখেছেন হলিউডেও। ২০১১ সালে শিল্পকলায় অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারও পান তিনি। বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সাথে ‘খুফিয়া’ ওয়েব ফিল্মে সর্বশেষ দেখা গেছে টাবুকে। ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির পর থেকে দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে সিনেমাটি।