২০২৪ সালে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণ ভারতের ফিল্ম-গড নামে পরিচিত রজনীকান্তের নতুন সিনেমা ‘থালাইভার ১৭০’।
সম্প্রতি সিনেমাটির মুম্বাইয়ের শুটিং শিডিউল শেষ হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে সিনেমার সংশ্লিষ্টরা। পাশাপাশি এর নির্মাতারা রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের এমন একটি ছবি প্রকাশ করেছে যে সবার দৃষ্টি এখন ভারতের দুই মহারথীর এই ছবির দিকে।
‘থালাইভার ১৭০’-এর সেটে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে, চেয়ারে বসে থাকা অমিতাভের সঙ্গে ফোনের স্ক্রিন দেখছেন রজনীকান্ত।
সামাজিক মাধ্যমে লাইকা প্রোডাকশনের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, যখন সুপার স্টার এবং শাহেনশাহ ৩৩ বছর পর পর্দায়। ‘থালাইভার ১৭০’-এর সেটে। কিংবদন্তির ডাবল ডোজ হতে চলেছে! মুম্বাইয়ের শিডিউল সম্পন্ন।
এভাবেই প্রায় ৩৩ বছর পর একসাথে পর্দায় ফিরলেন ভারতের এই দুই মহারথী।
১৯৯৯ সালে ‘হাম’ সিনেমাতে তাদের দুজনকে শেষবারের মতন একসঙ্গে দেখা যায়। সিনেমাটিতে রজনী- অমিতাভ এবং আরেক নায়ক গোবিন্দ ছিলেন একই পরিবারের অংশ। এই সিনেমার দুটি গান আজও শ্রোতাপ্রিয়। ’এক দুসরে সে করতে হ্যায় পেয়ার হাম’ এবং কালজয়ী গান ‘জুম্মা চুম্মা দে দে’।