ঈদ আয়োজনে ভিন্নভাবে আলোচনায় উঠে এলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২১ জুন সমাজের কঠিন এক সত্য, অবিবাহিত ৩০ বছর বয়সীদের নিয়ে কথা বলেছেন তিনি।
২১ জুন, শুক্রবার মন ভাঙার অনুভূতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মেহজাবীন লিখেছেন, ‘আপনার বয়স ৩০ মানেই আপনার অন্তত একটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে,সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভাল আছে। আর আপনার তখন মনে হবে ‘দিজ ইজ নট ফেয়ার। আমাদের সবার জীবনেই এমন একটি মুহূর্ত এসেছে যখন আমরা ভেবেছি আর বেঁচে থেকে লাভ কী? তার ওপর আপনি যদি একজন ৩০ বছরের অবিবাহিত নারী হন তাহলে তো আর কথাই নাই। আপনি জীবিত থাকলেও কিছু অঘোষিত নিয়ম আপনার আত্মবিশ্বাস কেড়ে নিবে।’
অভিনেত্রী আরও লেখেন, ‘ডিপ্রেশন ইজ রিয়েল, আমাদের আশপাশে অনেকেই এই রোগে ভুগছেন কিন্তু তারা হয়তো নিজেরাই জানেন না। ডিপ্রেশনের কোনো স্পেসিফিক সিম্পটম নেই, চোখের দেখায় বোঝা যায় না। এ কারণেই আমাদের প্রিয়জনদের আচরণে যদি পরিবর্তন দেখা যায় কিংবা অস্বাভাবিক লাগে তাহলে তার সাথে মন খুলে কথা বলার চেষ্টা করুন এবং ডাক্তারি পরামর্শ নিতে সহযোগিতা করুন।’
মূলত এবারের ঈদে মুক্তি পেয়েছে মেহজাবীন চৌধুরীর নাটক ‘তিথি ডোর’। যেখানে দেখানো হয়েছে ৩০ বছর বয়সী অবিবাহিত মেয়েদের নানা টানাপোড়েন থেকে হতাশা এবং সর্বশেষ আত্মহননের চিন্তা। আর এই নাটকের প্রসঙ্গ টেনে সামাজিক মাধ্যমে দীর্ঘ বার্তাটি দিয়েছেন তিনি।