প্রকাশের তিন দশক পর হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতীয় ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ গানটি। কিন্তু কি এমন আছে এই গানে?
‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ গানটি ভারতের ওডিশা প্রদেশের। ভারতের পাশাপাশি বাংলাদেশেও গানটি ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। ভাষা না বুঝলেও গানের সুর ও ভিডিওর দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়েছে। জানা যায়, গানটি তিন দশক আগে অর্থাৎ ১৯৯৫ সালে রেকর্ড করা হলেও প্রায় দুই দশক আগে ২০০৫ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন।
‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ গানের শিল্পী সত্য অধিকারী। গানের ভিডিওতে এক দরিদ্র কৃষক ও তার প্রেমিকাকে তুলে ধরা হয়েছে। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তার উদ্দেশে গানটি গেয়েছেন একজন কৃষক প্রেমিক। এই গানে অভিনয় করেছেন সম্বলপুরের গোবিন্দতলার বাসিন্দা বিভূতি বিশ্বল। তিনি একজন থিয়েটার অভিনেতা। বেশ কিছু ছবিতেও নামভূমিকায় অভিনয় করেছেন। এমনকি, অল ইন্ডিয়া রেডিও’র একজন প্রতিষ্ঠিত শিল্পী এবং শিক্ষক।