শুক্রবার ১ আগস্ট ঘোষণা করা হয় ৭১তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবারের অনুষ্ঠানটি বেশ চমক নিয়ে এসেছে দর্শক ও সিনেমা বোদ্ধাদের মাঝে। কারণ ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ এবং ৩০ বছরের অভিনয় জীবনে প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন রানী মুখার্জী।
‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান। শাহরুখের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন বিক্রান্ত ম্যাসি। ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছেন তিনি।
৩০ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতো দেশের সর্বোচ্চ পুরস্কার জিতলেন এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী রানী মুখার্জী। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন এই অভিনেত্রী।
১৯৯৬ সালে ‘বিয়ের ফুল’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছিল রানী মুখার্জির। এরপর আসেন বলিউডে। একের পর এক সিনেমায় নজর কাড়েন রানী। ‘গুলাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘সাথিয়া’, ‘হাম-তুম’- এর মতো সিনেমা দিয়ে দর্শক জনপ্রিয়তার তুঙ্গে উঠেন এই অভিনেত্রী। কখনো কমেডি, কখনো সিরিয়াস প্রায় সব ধরনের সিনেমাতেই রানী প্রমাণ করেছেন তার অভিনয় দক্ষতা।
শাহরুখ ও রানী জুটি হয়েও জনপ্রিয় অনেক সিনেমা উপহার দিয়েছেন। পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব চমৎকার। কাকতালীয়ভাবে একই সঙ্গে জাতীয় পুরস্কারটাও পেয়ে গেলেন তারা।
এবারের আসরে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘টুয়েলভথ ফেল’। ‘দ্য কেরেলা’ স্টোরি সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন সুদীপ্ত সেন।