Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

২৭ বছর পর রিমেক হচ্ছে ‘হঠাৎ বৃষ্টি’

২৭ বছর আগে একটি সিনেমা এসে তোলপাড় করে দিয়েছিলো বাংলা ভাষাভাষী সিনেমাপ্রেমীদের। সিনেমাটির নাম ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমা হলে মুক্তির আগেই প্রিমিয়ার হয়েছিল টেলিভিশনে। পরে দর্শক আগ্রহে সেটি মুক্তি পায় সিনেমা হলে। এবার আসলো নতুন খবর। ২৭ বছর পর নতুন জুটি নিয়ে রিমেক হতে যাচ্ছে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটির।

রিমেক চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। এবারও সিনেমাটিতে অভিনয় করছেন একদম নতুন মুখ—সাদী খান ও রাফিদা, যারা পর্দায় ফুটিয়ে তুলবেন মূল চরিত্র অজিত ও দীপার রূপ।

১৯৯৮ সালে কলকাতার বরেণ্য নির্মাতা বাসু চ্যাটার্জির পরিচালনায় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল ‘হঠাৎ বৃষ্টি’। সে সময় এই চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় ফেরদৌস আহমেদ ও টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীর।

নতুন মুখ হিসেবেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তারা। তবে রিমেকে আগের কোনো শিল্পীকে রাখা হয়নি।

রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। পরিচালনার দায়িত্বে রয়েছেন কামরুজ্জামান, এবং উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন বর্ষীয়ান নির্মাতা ছটকু আহমেদ।

নতুন এই সংস্করণে সাদী খান ও রাফিদা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজু প্রমুখ।

সোমবার (২৬ মে) রাজধানীর উত্তরার আনন্দবাড়িতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। মহরতের মাধ্যমেই শুরু হয় শুটিং। শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে হবে বাকি দৃশ্যধারণ।

পরিচালক কামরুজ্জামান জানিয়েছেন, “এটি দর্শকনন্দিত একটি গল্প। রিমেক নির্মাণের কাজটা সহজ নয়। চ্যালেঞ্জ অনেক, তবে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছি। প্রযোজনা প্রতিষ্ঠানের পছন্দের ভিত্তিতে শিল্পী নির্বাচন করা হয়েছে।”

তবে নতুন কাস্টিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকে ‘হঠাৎ বৃষ্টি’র আবেগময় স্মৃতির সঙ্গে এই নতুন রূপের তুলনা করে হতাশা প্রকাশ করেছেন। তবে সবকিছু ঠিক থাকলে আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে ‘আবার হঠাৎ বৃষ্টি’।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কার্টুনিস্ট অলিফ্যান্টকে নিয়ে আসছে বায়োফিল্ম ‘এ স্যাভেজ আর্ট’  

প্যাট্রিক অলিফ্যান্ট ছিলেন একজন দৈত্যাকার কার্টুনিস্ট যিনি সাহসের সাথে ও তার শক্তিশালী কলম আর কার্টুন দিয়ে…

বিয়ের ১১ বছরেও সন্তান না নেয়ার কারণ জানালেন জন আব্রাহাম  

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম। বিপাশা বসুর সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্কের অবসানের পর ২০১১ সালে…

রেকর্ড গড়া ‘সরদার জি ৩’ ভারতে কবে মুক্তি পাবে ?

পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জ ও পাকিস্তানী অভিনেত্রী হানিয়া আমির অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সরদার জি ৩’…

প্রতিবন্ধী কিন্তু প্রতিশোধে বেপরোয়া; রহস্যময় ‘আলী’র ট্রেলার

সোম্বার ১৪ জুলাই রাতে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘আলী’ সিনেমার ট্রেলার। ট্রেলারটি ১…
Exit mobile version