১ অক্টোবর ট্রেলার প্রকাশের পর ২৭ অক্টোবর মুক্তির আলো দেখতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’।
ছবিটির ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত প্যানোরোমা স্টুডিওস এর বরাতে খবরটি নিশ্চিত হওয়া গেছে।
ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত চলচ্চিত্রটির কাজ ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শুরু হয়ে ২০২২ সালের ২৮ ডিসেম্বর মুম্বাইয়ের একটি স্টুডিওতেই আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ও ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এনএফডিসি) এর যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির ৬০ ভাগ ব্যয় বহন করেছে বাংলাদেশ এবং ৪০ ভাগ ব্যয় বহন করেছে ভারত।
অতুল তিওয়ারি ও শামা জায়েদির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে নির্মিত চলচ্চিত্রটির সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি।নীতিশ রায়ের শিল্প নির্দেশনায় নির্মিত বায়োপিকটির কস্টিউমের দায়িত্বে ছিলেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। এছাড়া ছবিটির সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন শান্তনু মৈত্র।
চলচ্চিত্রটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও অন্যান্য গুরত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নুসরাত ফারিয়া (শেখ হাসিনা),নুসরাত ইমরোজ তিশা (শেখ ফজিলাতুন্নেছা মুজিব), চঞ্চল চৌধুরী (শেখ লুৎফুর রহমান) , , খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), সিয়াম আহমেদ (শামসুল হক ), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া),সংগীতা চৌধুরী (শেখ সায়েরা খাতুন), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া) ও জায়েদ খান (টিক্কা খান)।
২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার মুক্তি পায়। ২০২২ সালের ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলার প্রকাশ করে নির্মাতারা ।
৩১ জুলাই আনকাট সেন্সর পাওয়া সিনেমাটির ট্রেলার ১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ৩১ অক্টোবর প্রেক্ষাগৃহে দেখা যাবে পর্দার মুজিবকে।