Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৭, ২০২৫

২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘জংলি’

এ বছর রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচার। এবার জানা গেলো জংলি সিনেমাটি মুক্তির পাচ্ছে বিশ্বব্যাপী । ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে সিনেমাটি।

গত ২৪ ফেব্রুয়ারী সোমবার জংলি সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে দেশের বাইরে মুক্তির তথ্য জানানো হয়। সিনেমাটি বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্বে আছে দ্য অভি কথাচিত্র। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, ইউকে, নিউজিল্যান্ড, সুইডেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, আরব আমিরাত, বাহরাইন এবং ওমানে সিনেমাটির মুক্তি চূড়ান্ত হয়েছে।

ইতিমধ্যে প্রকাশ পেয়েছে জংলি সিনেমার গান ‘জনম জনম’। প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা।

জংলি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি প্রমুখ। গানের ভিডিওতে দেখা গেল সিয়াম ও দীঘির রোমান্স। সিনেমার ট্রিজার মুক্তির আগে প্রি-টিজেও দেখা গেছে এই দুজনকে। পোস্টার ছাড়া এখনো দেখা মেলেনি এ সিনেমার আরেক নায়িকা শবনম বুবলীর। পোস্টার, গান, প্রি-টিজ দেখে ধারণা করা যায়, সিয়াম ও দীঘির মধ্যে থাকে প্রেমের সম্পর্ক। প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বদলে যায় সিয়ামের জীবন। হয়ে ওঠে জংলি। এই কারণেই হয়তো প্রি-টিজ শেয়ার করে ফেসবুকে লেখা হয়েছে, ‘ভালো তো সবাই বাসে। কিন্তু কেউ ভালোবেসে জংলি হয় না!’ সে সময় তার জীবনে আগমন হয় বুবলীর।

প্রিন্স মাহমুদ , সিয়াম আহমেদ ও পরিচালক এম রহিম | ছবি: ফেসবুক

পর্দায় জংলি হয়ে উঠতে চেষ্টার কোনো কমতি রাখেননি সিয়াম। চরিত্রটির সাথে নিজেকে ফুটিয়ে তুলতে প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেননি তিনি। শুটিংয়ের পুরোটা সময় চরিত্রের মাঝেই যাপন করেছেন সিয়াম।

জংলির মুক্তির কথা ছিল গত কোরবানির ঈদের সময়। ঘোষণা এসেছিল গত রোজার ঈদে। তবে শেষ মুহূর্তে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। এম রাহিম বলেন, ‘তাড়াহুড়া করে কাজ শেষ করে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইনি। তাই সে সময় রিলিজ দেওয়া হয়নি। আমি এবং আমার টিম চেয়েছিলাম, কোনো এক ফেস্টিভ্যালে যেন জংলি সিনেমাটি রিলিজ হয়। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর সব দর্শক জংলিকে আপন করে নেবে।’

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘পুষ্পা’ নির্মাতা সুকুমারের নায়ক এবার শাহরুখ খান

গুঞ্জন উঠেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সাথে জুটি গড়তে যাচ্ছেন পুষ্পা সিনেমার পরিচালক সুকুমার। বলিউড অঙ্গনে…

মক্কায় ওমরাহ করছেন ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী হিনা খান

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান স্তন ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে ক্যান্সারের তৃতীয় স্তরে আছেন এবং…

চিরতরে চৈতন্যকে মুছে ফেললেন সামান্থা রুথ প্রভু

নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নিয়েছেন সামান্থা রুথ প্রভু। কিছুদিন আগে, নিজের…

‘চক্কর ৩০২’ সিনেমায় মো করিমের সাথী পুরস্কারজয়ী রিকিতা নন্দিনী শিমু

নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’। সম্প্রতি সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশ করেছেন…
0
Share