বলিউডের কাপুর বংশ নিয়ে ভক্ত ও অনুরাগীদের আগ্রহের শেষ নেই। আর তার মাঝে কাপুর তারকাদের ছোট্ট সদস্যরা তো যেন সকলের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকেন। এরই ধাবাহিকতায় সাইফ আলী খান ও কারিনা কাপুরের ছেলে তৈমুর আলী খান থেকে শুরু করে রণবীর কাপুর ও আলিয়া ভাটের কন্যা রাহা কাপুর, জন্মের পর থেকেই চর্চা চলছে তাদের নিয়ে। সম্প্রতি রাহাকে নিয়ে চর্চা করার আরও একটি কারণ দিলেন খোদ রণবীর-আলিয়া।
মাত্র ১ বছর ৪ মাস বয়সী মেয়েকে ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত তারকা দম্পতি উপহার দিচ্ছেন এক বিশাল বাংলো। যা নির্মাণ করতে খরচ লাগছে প্রায় ২৫০ কোটি রুপি।
মূলত মুম্বাইয়ের বান্দ্রায় গড়ে উঠছে রণবীর-আলিয়ার নতুন বাড়ি। প্রায় সময়ই এ জুটিকে দেখা যায় নির্মাণাধীন বাড়িটি পরিদর্শন করতে। বলিউড লাইফের তথ্যানুযায়ী, কাপুর দম্পতি তাদের বাড়িটি তৈরি করতে খরচ করছেন ২৫০ কোটি টাকা। আর্থিক মূল্যের দিক থেকে যা বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘মান্নাত’, বিগ বি অমিতাভ বচ্চনের ‘জলসা’-কেও নাকি পিছনে ফেলে দেবে।
বিষয়টি নিয়ে এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রণবীর ও আলিয়া দুজনেই নিজেদের উপার্জিত অর্থ সমানভাবে খরচ করে তাদের স্বপ্নের বাড়িটি তৈরি করছেন। সব কাজ শেষ হলে এই বাড়িরই মালিক হবেন তাদের কন্যা রাহা। শুধু তাই নয়, বাংলোর নামকরণও নাকি করা হবে ছোট্ট রাহার নামেই।
রণবীর-আলিয়ার নতুন বাড়ি নিয়ে আরও কিছু তথ্যও বেরিয়ে এসেছে। যেখানে বাড়িটির অর্ধেক মালিকানা রণবীর ও আলিয়ার, সেখানে রাহার দাদী নিতু কাপুর বাকি অর্ধেক মালিকানা পাবেন। আর যখন নতুন বাড়ির নির্মাণ কাজ শেষ হয়ে যাবে, তখন রণবীরের পুরো পরিবার এক ছাদের তলায় একসাথেই থাকবেন।
প্রসঙ্গত, এই নতুন বাংলোর পাশাপাশি আলিয়া ও রণবীরের বান্দ্রা এলাকায় রয়েছে চারটি ফ্ল্যাট। এই সম্পত্তির মূল্য প্রায় ৬০ কোটি টাকারও বেশি। বর্তমানে এ তারকা দম্পতি রাহাকে নিয়ে তাদের বাড়ি ‘বাস্তু’-তে থাকেন।