ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে গত বছর কনসার্ট করেছিলেন ম্যাডোনা। তার সেই কনসার্ট দেখতে ভিড় করেন ১৪ লাখ দর্শক। এবার ‘পপ কুইন’কেও ছাড়িয়ে গেলেন লেডি গাগা। গতকাল শনিবার রাতে কোপাকাবানা সৈকতে তার কনসার্টের হাজির ছিলেন ২১ লাখ দর্শক। লাখো দর্শকের সামনে মঞ্চে পাওয়া যায় চেনা গাগাকে, নাচে-গানে মাতিয়ে রাখেন ৩৯ বছর বয়সী গায়িকা-অভিনেত্রী।
অনেক দিন ধরেই ব্রাজিল সফরে যান না গাগা, স্থানীয় লোকজনের কাছে এই কনসার্টটির গুরুত্ব অন্যরকম ছিলো।
কোপাকাবানা সৈকতে মূল কনসার্টের আগে অনুশীলন করেন গাগা; সেটা দেখতেই ভিড় করেছিলেন হাজারো দর্শক। আয়োজকেরা নিশ্চিত করেছেন, গতকাল রাতে মূল কনসার্ট দেখতে ২০ লাখের বেশি মানুষ হাজির হয়েছিলেন।
সিএনএনকে এক ভক্ত বলেন, ‘আমার মনে হয়, গত বছরের ম্যাডোনার কনসার্টের চেয়ে এবার গাগার উপস্থিতি বেশি মানুষকে আকৃষ্ট করেছে। পুরো শহর মানুষে ভরে গেছে, খুবই রোমাঞ্চিত লাগছে’।
অনেক ভক্ত গাগাকে ‘লিটল মনস্টার’ নামে ডাকেন। এদিন কনসার্টে তার প্রিয় গায়িকার আদলে সেজে আসেন। মেকআপ আর কস্টিউমে অনেকের সাজ এতটাই নিখুঁত ছিল যে অনেককে দেখলে সত্যি সত্যি লেডি গাগাই মনে হয়।
গত ৭ মার্চ মুক্তি পেয়েছে গাগার নতুন অ্যালবাম ‘মেহ্যাম’। এই অ্যালবামের প্রচার উপলক্ষেই ব্রাজিলে হাজির হয়েছেন গায়িকা, এর আগে গত সপ্তাহে তিনি ছিলেন মেক্সিকো সিটিতে। সেখানে দুটি কনসার্টে অংশ নেন।
এদিন কনসার্টে গান আর তুমুল করতালির ফাঁকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন গাগা। তিনি বলেন, ‘আমি আপনাদের খুব মিস করেছি। অনেক দিন অপেক্ষা করিয়েছি’। ২০১২ সালে সবশেষ ব্রাজিলে কনসার্ট করেছিলেন গাগা। কনসার্টে আসা দর্শকদের কাছে গতকালের রাতটা ছিল জীবনের একটি ‘জাদুকরি মুহূর্ত’। অ্যাবরিল নামের এক দর্শক সিএনএনকে বলেন, ‘তিনি মঞ্চে যেভাবে পারফর্ম করলেন, সেটা অবিশ্বাস্য! এত মানুষের সঙ্গে কনসার্ট দেখার অভিজ্ঞতা কখনো ভোলার নয়’।
সামনে ‘মেহ্যাম’ অ্যালবাম নিয়ে আলাদা ট্যুর শুরু করবেন গাগা। আগামী ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের নেভাডা থেকে শুরু হবে এই ট্যুর, অস্ট্রেলিয়ার সিডনিতে এই ট্যুর শেষ হবে ১৩ ডিসেম্বর।