Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৮, ২০২৪
Your Image

২০ জন টিভি উপস্থাপক দেখলেন ‘ডার্ক ওয়ার্ল্ড’

‘ডার্ক ওয়ার্ল্ড’ দেখতে যাওয়া ২০ উপস্থাপক | ছবি: চিত্রালী

ঈদে মুক্তি পেয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত নতুন সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’। ১৩টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। ছবিটি মুক্তির পর থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছে। অ্যাকশন ঘরানার ছবিটিতে সামাজিক নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে। বিশেষ করে নারীদের ব্লাকমেইল ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা তৈরি করা হয়েছে। ধীরে ধীরে বাড়ছে দর্শক সংখ্যাও।

এদিকে শুক্রবার ঈদের পঞ্চম দিনে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমাটি দেখলেন ২০ জন টেলিভিশন সংবাদ উপস্থাপক। তারা হলেন টিবিএনটোয়েন্টিফোরের সোমাইয়া হোসাইন, বাংলা ভিশনের নাদিরা আশরাফ, মাইটিভি’র শারাফাত আহমেদ পিয়াল, এনটিভির রাইসুল হক চৌধুরী, টিবিএনটোয়েন্টিফোরের সৈয়দ ইশতিয়াক আহমেদ, নিউজটোয়েন্টিফোরের মাহমুদা মনি, দেশটিভির শারমিন ন্যান্সি, এটিএন বাংলার রাত্রী ইসলাম, বৈশাখী টিভির লাবণ্য হাসান, ডিবিসির রন্জু ইফতেখার, এটিএন নিউজের মাহমুদ ও মাহাথির, নিউজটোয়েন্টিফোরের আয়েশা মিম, দেশ টিভির আয়েশা বুবলী, বিজয় টিভির সিরাজুম মনিরা বিলাসী, মোহনা টিভির ত্রিশা আকতার সহ আরও অনেকে।

এ বিষয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘সিনেমাটিতে আমরা একটি দৃশ্যের প্রয়োজনে প্রকৃত টিভি উপস্থাপকদের দিয়ে অভিনয় করিয়েছি। মূলত দৃশ্যের গ্রহণযোগ্যতা বাড়াতেই এটা করেছি আমরা।’


সিনেমা নিয়ে এই নির্মাতা বলেন, ‘‘ডার্ক ওয়ার্ল্ডের গল্পই নায়ক। আমরা চেষ্টা করেছি, ভালো চলচ্চিত্র তৈরির। ইতিমধ্যে দর্শক সাড়া বলে দিচ্ছে আমরা সফল। এখন পর্যন্ত কোনো নেতিবাচক রিভিউ পাইনি। ফলে যারা সিনেমাটি এখনো দেখেননি তাদের অনুরোধ করব, সিনেমাটি দেখার জন্য। আশা করছি, সবার সিনেমাটি ভালো লাগবে।’


নায়ক মুন্না খান বলেন, ‘এটা আমার প্রথম ছবি। প্রথম ছবিতেই নায়িকা হিসেবে পেয়েছি কলকাতার জনপ্রিয় নায়িকা কৌশানী মুখার্জিকে। গুণী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের মতো মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আর ছবিটিও দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। প্রচুর ফোন পাচ্ছি, সবাই ছবিটির প্রশংসা করছেন।’

কৌশানী মুখার্জি বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড ছবিটি মারমার কাটকাট একটা ছবি। বাংলাদেশের এই ছবিতে কাজ করে আমার বেশ ভালো লেগেছে। অনলাইনে দেখেছি, ছবিটি দেখে সবাই প্রশংসা করছে। দর্শকদের জন্যই কাজ করি, তাদের প্রশংসা পেলে সত্যিই ভালো লাগা কাজ করে।’


ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান, কলকাতার কৌশানি মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, বড় দা মিঠু, শিমুল খান, মারুফ আকিব, ডনসহ আরও অনেকে। কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন মুন্না খান।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে- পরমব্রত চট্টোপাধ্যায়

‘পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে’- ‘আজব কারখানা’ চলচ্চিত্রের…
0
Share