২০২৪ সালের দারুণ সব দর্শকপ্রিয় কন্টেন্ট নিয়ে সরব ছিল নেটফ্লিক্স । এবার নজর ২০২৫ সালের দিকে। নতুন বছরের শুরুতেই বেশ কিছু ধামাকা আসছে নেটফ্লিক্সের পর্দায়। জেনে নেয়া যাক নতুন বছরের এমন পাঁচটি সিনেমা সিরিজের নাম।
মিসিং ইউ
যারা ক্রাইম থ্রিলার এবং অনুসন্ধানমূলক সিরিজ ভালোবাসেন ‘মিসিং ইউ’ সিরিজটি তাদের জন্য। ২০২৫ সালের ১ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজটি।
সিরিজে ডিটেকটিভ ক্যাট ডোনোভানের নতুন এক পৃথিবী উন্মোচন হয়, যখন তিনি তার সদ্য বিচ্ছিন্ন ফিয়ান্সিকে একটি ডেটিং অ্যাপে খুঁজে পান। এদিকে হঠাৎ তার বাবা নিহত হন এবং এ বিষয়ে একটি মামলা চলমান থাকে। পরে ক্যাট তার বাবার নিহত হওয়ার পেছনে সন্দেহ করেন তার ফিয়ান্সিকে।
আর এভাবেই এগোতে থাকে সিরিজটির গল্প।
দ্য লাভ স্ক্যাম
‘দ্য লাভ স্ক্যাম’ রোম্যান্স-কমেডি ঘরানার একটি সিনেমা। ছবিটি নেটফ্লিক্সে ২০২৫ সালের ১ জানুয়ারি মুক্তি পাবে। দুই ঋণগ্রস্ত ভাইয়ের গল্প এটি। ঋণের কারণে যখন তাদের বাড়ি হারানোর উপক্রম হয়, তখন তারা এক ধনী নারীকে ঠকানোর পরিকল্পনা করে; কিন্তু অপ্রত্যাশিত ভালোবাসা শিগগির তাদের পরিকল্পনাটিকে জটিল করে তোলে—এভাবেই এগিয়ে যেতে থাকে সিনেমাটির গল্প।
কাঙ্ক অন লাইফ
সিনেমাটি কমেডি ঘরানার। এতে নায়িকা ফিলোমেনা কাঙ্ক জীবনযাপনের গভীর প্রশ্নগুলোতে ডুব দেয়। বিগ ব্যাং থেকে শুরু করে এআই পর্যন্ত নানা বিষয় নিয়ে আলোচনা করে এবং সাক্ষাৎ করে বিভিন্ন পণ্ডিত ও সৃজনশীলের সঙ্গে। কিন্তু সিনেমাটিতে সবকিছুই ছিল তার ভুল ধারণা এবং হাস্যকর পর্যবেক্ষণ নিয়ে।সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ২০২৫ সালের ২ জানুয়ারি।
সেলিং দ্য সিটি
২০২৫ সালের ৩ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে বিজনেস রিয়েলিটি সিরিজ ‘সেলিং দ্য সিটি’। এই সিরিজে দেখা যাবে নিউইয়র্কে বিলাসবহুল রিয়েল এস্টেটের কঠোর প্রতিযোগিতামূলক জগতে ডগলাস এলিম্যান রিয়েল এস্টেট ব্রোকারেজ এজেন্টদের কার্যক্রমগুলো।
হোয়েন দ্য স্টারর্স গসিপ
২০২৫ সালের ৪ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজটি। এটি রোম্যান্স ও কমেডি ঘরানার একটি কোরিয়ার সিরিজ। যেখানে দেখা যাবে মহাকাশ স্টেশনে মহাকাশ পর্যটকদের এবং মহাকাশচারীদের মধ্যে একটি রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠার গল্প।