আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, এর পরেই বিশ্ব স্বাগতম জানাবে নতুন আরেকটি বছরকে। ফেলে আসা বছরে শুধু সুখবরই দেননি শোবিজ তারকারা। কারো কারো সংসারে বেজেছে বিচ্ছেদের সুর। আর তারকাদের বিচ্ছেদ মানেই তা নিয়ে নতুন আলোচনা-সমালোচনা শুরু ভক্ত মহলে। চলুন জেনে আসি ২০২৪ সালে দেশ-বিদেশের কোন কোন তারকা জুটির বিচ্ছেদ ছিল নেটিজেনদের মুখে মুখে …
মাহিয়া মাহি-রাকিব সরকার:
ঢালিউডের অন্যতম আলোচিত বিচ্ছেদের একটি ছিল চিত্রনায়িকা মাহি ও তার প্রাক্তন স্বামী রাকিবের বিচ্ছেদ। চলতি বছরের একেবারে শুরুতে, ফেব্রুয়ারির ১৬ তারিখে ডিভোর্সের ঘোষণা দিয়েছিলেন মাহি। বিচ্ছেদের কারণ নিয়ে সরাসরি কোনও উত্তরই দেননি মাহি-রাকিব দম্পতির কেউ।
দীপঙ্কর দীপন-সংযুক্তা মিশু:
কিছু মাস আগেই বিচ্ছেদের পথ বেছে নেন নির্মাতা দীপঙ্কর দীপন ও সংযুক্তা মিশু দম্পতি। আগে থেকে কাউকে কিছু বুঝতে না দিয়ে হঠাৎ ফেসবুক পোস্টে বিচ্ছেদের খবর নিশ্চিত করে নির্মাতা।
পিঙ্কি-কাঞ্চন:
এই জুটি টালিউডের অন্যতম দর্শকপ্রিয় জুটিগুলোর একটি ছিল। কিন্তু হঠাৎ কাঞ্চন-পিঙ্কির মধ্যে আসে দূরত্ব। একটা সময় পরে যা গড়ায় আদালতে। অবশেষে দীর্ঘ আইনি জটিলতা শেষ করে চলতি বছরের ১০ জানুয়ারি বিচ্ছেদের পথ বেছে নেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।
এশা দেওল- ভরত তখতানি:
২০১২ সালে ব্যবসায়ী ভরতের সাথে গাঁটছড়া বাঁধেন ধর্মেন্দ্র কন্যা এশা। দুটি সন্তান থাকার পরেও, শাশুড়ির অসংখ্য আদেশ, নিষেধ মানতে মানতে বিরক্ত এশা বেছে নেন বিচ্ছেদের পথ।
সায়রা বানু-এ আর রহমান:
১৯ নভেম্বর হঠাৎই অস্কারজয়ী এ আর রহমান স্ত্রী সায়রা বানুর সাথে বিচ্ছেদের খবর নিশ্চিত করেন। আর তাদের ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতেই সুরকারের সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়ায় বাঙালি ললনা মোহিনীর। যদিও পরে সেই খবরকে গুজব বলেছেন তিনি নিজেই ।
মেগান ফক্স ও মেশিন গান কেলি
অভিনেতা মেশিন গান কেলির বিশ্বাসঘাতকতার কারণেই তার সাথে চলতি বছরেই সম্পর্কের ইতি টানেন হলিউড অভিনেত্রী মেগান ফক্স। যদিও তাদের দুই বছরের সম্পর্কের মাঝে একবার মা হবার খবরও দিয়েছিলেন অভিনেত্রী মেগান।
জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক
দুই বছরের বিবাহিত জীবন শেষে চলতি বছরের আগস্টে এসে বিচ্ছেদের আবেদন করেন জনপ্রিয় হলিউড জুটি জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। ২০০৪ সালে প্রথম বিচ্ছেদের পর ২০২১ সালে তারা পুনর্মিলিত হন এবং ২০২২ সালে বিয়ে করেন। তবে তাদের এ সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।
সাব্রিনা কার্পেন্টার ও ব্যারি কিওগান:
এক বছরের ঝড়ো সম্পর্কের পরে সাব্রিনা কার্পেন্টার এবং ব্যারি কিওগান এ বছরেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ব্যারির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার গুজব তাদের বিচ্ছেদের মূল কারণ হিসাবে উঠে আসে।