একের পর এক প্রাপ্তি নিয়েই বছরটা কেটেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির। অর্জনের খাতায়ও যুক্ত হয়েছে বেশ কিছু পুরস্কার।
২০২৩ সালে চরকি অরিজিনাল ‘পেটকাটা ষ’ আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য এক গৌরব বয়ে এনেছে। ৩১তম রেইনড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ হিসেবে পুরস্কার অর্জন করে নুহাশ হুমায়ূন পরিচালিত এই ‘পেট কাটা ষ’।
এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে ফিচার ফিল্ম ক্যাটাগরিতে ‘ক্যাফে ডিজায়ার’ এর জন্য চরকি জাতীয় পর্যায়ে বিজয়ী হয়।
তাছাড়াও মেরিল-প্রথম আলো পুরস্কার ৬টি, আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ৫টি, ১৩টি ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড পায় চরকি। এরপর কনটেন্ট মার্কেটিংয়ের জন্য ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড-২০২৩ এ ৬টি ও কম অ্যাওয়ার্ডস-এ ২টি পুরস্কার জিতেছে এই প্ল্যাটফর্ম।