শেষ পর্যন্ত আর বিশ্বের অন্যান্য দেশের সাথে ১ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বলিউডের সিনেমা ‘অ্যানিমেল’। ৩০ নভেম্বর সন্ধ্যা নাগাদ সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমাই পড়েনি। তাই ছাড়পত্র পাওয়া আরও পরের বিষয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু। তার ভাষ্যমতে, “আমরা যেহেতু এখনও ছবিটি হাতে পাইনি। এটাতো একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। সেটি হয়তো এখনও তারা সম্পন্ন করতে পারেননি। তাই আগামীকাল ছবিটা দেশে মুক্তি দেয়া সম্ভব নয়।”
জোড়ালো গুঞ্জন ছিল একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘অ্যানিমেল’। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুনও এমন আশ্বাসই দিয়ে যাচ্ছিলেন। এর জন্য তারা কাজও করেছেন। কিন্তু সেন্সর বোর্ডে জমা না পড়ায় বাংলাদেশেও একই দিনে মুক্তির অপেক্ষায় থাকা দর্শকদের হতাশ হতে হলো।