বিটাউনে শাহিদ কাপুর আর কারিনা কাপুরের প্রেম নিয়ে বেশ আলোচনা ছিল। ২০০৭ সালে, ইমতিয়াজ আলির ‘জাব উই মেট’ ছবির শুটিং চলাকালীন সময়ে তাদের বিচ্ছেদ ঘটে।
তাদের প্রেমের ভাঙনের খবর বলিউডে তোলপাড় সৃষ্টি করেছিল, কারণ ঠিক এক মাস আগে এই জুটির ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল হয়েছিল। শাহিদ ও কারিনার একে অপরকে চুম্বন করার দৃশ্য দেখে অনেকেই চোখের সামনে হাত দিয়ে ঢেকে ফেলেছিলেন। তারপরই আসে তাদের ব্রেকআপ।
তাদের মধ্যে কথা তো দূরে, মুখ দেখাদেখিও বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে কেটে গেছে ১৮ বছর, এবং তারা প্রত্যেকে নিজেদের পরিবারে নতুনভাবে গুছিয়ে নিয়েছেন।
তবে এবার, সেই পুরনো ‘ক্ষত’ ও মান-অভিমানের বরফ গলিয়ে, প্রকাশ্যেই প্রাক্তন প্রেমিক শাহিদকে বুকে টেনে নেন কারিনা কাপুর। এই বিরল মুহূর্তটি ক্যামেরায় বন্দি করতে কখনোই দেরি করেনি পাপারাজ্জিরা।
এক সময় যে প্রেম বলিউডে হইচই ফেলে দিয়েছিল এবং যে চুম্বন ভাইরাল হয়ে গিয়েছিল দাবানলের মতো, তা আজ শুধু একটি নস্ট্যালজিয়া। পুরনো ক্ষত ও ব্যথা এখনো মনে পড়ে। বলিউডের অনেক তারকা নিজেদের প্রাক্তনদের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছেন, যেমন আমির-কিরণ, হৃতিক-সুজান, আরও অনেকেই।
কিন্তু শাহিদ ও কারিনা সেই পথে হাঁটেননি। বিচ্ছেদের পর একে অপরের সঙ্গে কথা বলা তো দূরের কথা, মুখ দেখাও বন্ধ ছিল। বরং তারা একে অপরকে এড়িয়ে চলতেন।
তবে এবার, প্রাক্তন প্রেমিকার সঙ্গে তিক্ততা মিটিয়ে ‘জাব উই মেট’ ছবির সেই বিশেষ মুহূর্ত আবার ফিরিয়ে দিলেন শাহিদ কাপুর। সম্প্রতি, জয়পুরে আইফা পুরস্কারের লাল গালিচায় হাসিমুখে একসঙ্গে দেখা গেল শাহিদ-কারিনাকে। উপস্থিত অতিথি, তারকা ও সাংবাদিকদের সামনে প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরেন কারিনা। শাহিদ ও কারিনা মঞ্চে বিশেষ অতিথিদের সম্মান জানাতে উঠেছিলেন, আর সেই ফাঁকেই হাসিমুখে কথা বলে একে অপরকে জড়িয়ে নেন কারিনা।
এই মুহূর্তটি এখন নেটপাড়ায় ভাইরাল হয়ে গেছে, এবং ‘গীত-আদিত্য’কে দেখে তাদের অনুরাগীরা আনন্দিত।
‘জাব উই মেট’ ছবির শুটিং চলাকালীন সময়ে তাদের ব্রেকআপ হলেও ছবির সাফল্যে কোনও প্রভাব পড়েনি। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করেছিল।