দীর্ঘ ১৭ বছর পর একসাথে পর্দায় এসেছেন ‘তারে জমিন পর’ খ্যাত শিক্ষক-ছাত্র জুটি, আমির খান ও দার্শিল সাফারি। ৬ মার্চ একটি এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে দেখা মিলেছে এই জুটির।
সোশ্যাল হ্যান্ডেলে বিজ্ঞাপনটি শেয়ার করে দার্শিল লিখেছেন, ‘আমির খানের সাথে যোগ দিন যখন তিনি থাম্পস আপ-এর মাধ্যমে একটি অ্যাডভেঞ্চারে যাচ্ছেন।’
এবার দাদু-নাতি হিসেবে দেখা গেছে তাদের। এই বিজ্ঞাপন সম্প্রতি আমির খানের ভয়ংকর লুকটির রহস্যের সমাধানও করেছে। এই বিজ্ঞাপনে বেশ কিছু ভিন্ন ভিন্ন রূপে সামনে এসেছেন আমির খান। তার একটি ছিল আদিম যুগের বন মানুষের বেশ!
উল্লেখ্য, আমির ও দার্শিলকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তারে জমিন পর’ সিনেমায়।