Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ১৭, ২০২৫

১৭ বছর পর কান উৎসবে অ্যাঞ্জেলিনা জোলি

মঙ্গলবার ১৩ মে কানের ৭৮তম আসর শুরু হয় ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। বিশ্বের নামিদামি সব তারকা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে জমছে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা। সাথে দেড় যুগের পর কান উৎসবে গেলেন অ্যাঞ্জেলিনা জোলি।  

কানের লাল গালিচা পর্বে হাজির হচ্ছেন বিশ্বের তাবড় তাবড় অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজকসহ বিনোদন অঙ্গনের মহারথীরা। চোখ ধাঁধানো সাজে নজর কাড়ছেন সবাই। তবে এবার অ্যাঞ্জেলিনা জোলি যেন একটু বেশিই নজর কাড়লেন শুভ্র পোশাকে।

TOPSHOT – US actress, director Angelina Jolie arrives for the screening of the film “Eddington” at the 78th edition of the Cannes Film Festival in Cannes, southern France, on May 16, 2025. (Photo by Valery HACHE / AFP)

গতকাল পরিচালক আরি অ্যাস্টার-এর নতুন চলচ্চিত্র ‘এডিংটন’-এর প্রিমিয়ার উপলক্ষে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দীর্ঘ ১৭ বছর পর আবারও দেখা গেল অ্যাঞ্জেলিনা জোলিকে। শুভ্র পোশাকে এ সময় তিনি ছিলেন সত্যিকার অর্থেই নজরকাড়া। এবার উৎসবের ৭৮তম এই আসরের মূল প্রতিযোগিতা বিভাগের ছবি ‘এডিংটন’ এ অভিনয় করছেন সম্মানজনক ভূমিকা শপার্ড ট্রফির মেরিন বা শুভেচ্ছাদূত হিসেবে।  

লাল গালিচায় জোলি হাজির হন এক অপূর্ব চ্যাম্পেইন রঙের অফ-শোল্ডার বাস্টিয়ার গাউনে, যার কাট ছিল হালকা ঘেরযুক্ত ও সূক্ষ্ম সূচিকর্মে সজ্জিত। তার লুকটি পরিপূর্ণ করেন শপার্ডের হীরার গয়নায় সাজানো এক রাজকীয় সেট, যা তাঁর সৌন্দর্যকে আরো উজ্জ্বল করে তুলেছিল।

২০০৮ সালে শেষবারের মতো এই লাল গালিচায় হেঁটেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি— তা-ও ছিলেন তার যমজ সন্তান নক্স ও ভিভিয়েনকে গর্ভে ধারণ করে। তখন তার পাশে ছিলেন ব্র্যাড পিট, আর পরেছিলেন তিনি ফরাসি ব্র্যান্ড জেরার দারে-র ডিজাইন করা একটি পিস্টাচিও-সবুজ গাউন। তার এবারের উপস্থিতি যেন সেই স্মরণীয় মুহূর্তেরই এক গৌরবময় পুনরাবৃত্তি—যেখানে গ্ল্যামার, ইতিহাস আর চলচ্চিত্রের প্রতি তার দায়বদ্ধতা একত্রিত হয়ে তৈরি করেছে এক অসাধারণ আবহ।

জমকালো এ উৎসবটি চলবে ২৪ মে পর্যন্ত।  এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এ ছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’— প্রতিটি বিভাগেই দেখা যাবে বিশ্বব্যাপী নানা দেশের চলচ্চিত্র। আসরের মূল প্রতিযোগিতা বিভাগে আছে আদনান আল রাজীব পরিচালিত বাংলাদেশী শর্টফিল্ম ‘আলী’।   

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share