Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪
Your Image

১৩ অক্টোবর মেঘদলের একক ‘বর্ষণ’

মেঘদল

১৩ অক্টোবর ‘হাওয়া’ গান নিয়ে শ্রোতাদের পছন্দের তালিকায় চলে আসা ব্যান্ড মেঘদল আসছে একক কন্সার্ট নিয়ে। ‘শরতে মেঘদল’ এই শিরোনামে কনসার্টটির প্রস্তুতি পর্ব প্রায় শেষের পথে।

নতুন আর পুরোনো গানগুলো নিয়ে কনসার্টের গানের তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন ব্যান্ডটির সদস্যরা ।

২০০৩ সাল থেকে যাত্রা শুরু করা ব্যান্ডটি দেখেছে মেঘে মেঘে অনেকগুলো শ্রাবণ। পার করেছেন বর্ষার রাত, বাদলের দিন। এবার তাই বিশ বছর পূর্তির আনন্দে একক কনসার্টের জোয়ারে ভাসালেন নিজেদের তরী।

ব্যান্ডটির সদস্যরা ঠিক এভাবেই জানিয়েছেন তাদের আবেগ, “আমাদের এই বিশ বছরের গানের পথচলায় এই একক অনুষ্ঠান নানাভাবে গুরুত্বপুর্ণ আমাদের নিজেদের কাছে। তাছাড়া যারা মেঘদলের কথা ও সুরকে ভালোবেসে এই দীর্ঘ পথচলায় আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন; তাদের জন্যই মূলত এই আয়োজন ‘শরতে মেঘদল’ একক।”

‘শরতে মেঘদল’ কন্সার্টের অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে।

১৩ অক্টোবরের এই একক কন্সার্টের টিকেটের সাথে প্রত্যেকেই পাচ্ছেন একটি করে সৌজন্য কপি।

উল্লেখ্য এই কন্সার্টে আরও একটি কালেকটেবল পোস্টার এবং সুদৃশ্য টি-শার্ট শ্রোতারা অর্থের বিনিময়ে সংগ্রহ করতে পারবেন, ভ্যেনুর বাইরে বুথ থেকে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে আয়োজিত এই কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে www.eventholicbd.com টিতে।

বিশেষ এই আয়োজনের পোস্টার ডিজাইন করেছেন সব্যসাচী মিস্ত্রী, আর্ট ওয়ার্ক করেছেন সৌরভ সরকার।

এই ব্যান্ডের সদস্যরা হলেন- মেজবাউর রহমান সুমন (vocals, guitar), শিবু কুমার শীল  (vocals), রাশীদ শরিফ সোয়েব (lead guitar, vocals), এম জি কিবরিয়া (bass), আমজাদ হোসেন (drums), তানভির দাউদ রনি (keyboards), সৌরভ (flute) 

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মীর মুগ্ধকে নিয়ে আসছে প্রামাণ্যচিত্র

কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী মীর মাহফুজুর রহমান মুগ্ধ শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করতে গিয়ে পুলিশের…

পৃথিবীর সব থেকে বড় অপরাধ গরিব হওয়া: দেব

২৯ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘টেক্কা’ সিনেমার ট্রেইলার। যেখানে বিশেষ ভাবে নজর কেড়েছে…
0
Share