বহুবার বিটিভির অনুষ্ঠানে অংশ নেয়ার প্রস্তাব আসলেও অন্যান্য কাজের ব্যস্ততায় অংশ নিতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে এবারের ঈদে বিটিভির অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী।
ঈদে এই প্রথমবার বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় দেখা যাবে তিশাকে, এই অনুষ্ঠানে তিনটি গানের মেলোডিতে পারফর্ম করবেন তিনি। এই নাচের জন্য তিন দিন ধরে মহড়ায় অংশ নিয়েছেন তিনি। গত রোববার ছিল শেষ দিনের মহড়া। সোমবার বাংলাদেশ টেলিভিশন মিলনায়তনে স্টুডিও পর্বের দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন তিশা।
অভিনেত্রী জানান, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির ‘বাহির বলে দূরে থাকুক’, ‘অস্তিত্ব’ ছবির ‘আমি বাংলার হিরো’ ও চট্টগ্রামের লোকগান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ —এই তিনটি গানের মেলোডিতে পারফর্ম করেছেন তিনি।
ঈদের বিশেষ অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন। তিশা ছাড়াও নাচের পরিবেশনায় আরও থাকবেন সাদিয়া ইসলাম মৌ ও শবনম বুবলী। একটি গানে পাওয়া যাবে সংগীতশিল্পী রুনা লায়লাকে।