আবারো বড় সুখবর এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। জুটি হয়ে আসছেন অভিনেতা আমির খান ও পরিচালক রাজকুমার হিরানি। ভারতের সিনেমার জনক দাদাসাহেব ফালকের বায়োপিকে পাওয়া যাবে এই দুইজনকে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হবে। ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’ ছবির প্রায় ১১ বছর পর তাদের একসঙ্গে যুক্ত হওয়া সিনেমাপ্রেমীদের জন্য বড় খবর বলে মনে করেন নেটিজেন ও সিনেমাবোদ্ধারা।
বায়োপিকটি দাদাসাহেব ফালকের জীবন ও তার চলচ্চিত্রে অবদানের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। ছবিটি ভারতের স্বাধীনতাসংগ্রামের পটভূমিতে নির্মিত হবে, যেখানে দেখানো হবে কীভাবে তিনি শূন্য থেকে শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ সিনেমাশিল্পের ভিত্তি স্থাপন করেন।
প্রতিবেদনে আরও জানা গেছে, আগামী অক্টোবরে ছবির শুটিং শুরু হবে। আমির খান ‘সিতারে জমিন পার’ মুক্তির পর নতুন ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন। জানা গেছে চার বছর ধরে তৈরি করা হয়েছে বায়োপিকটির চিত্রনাট্য। রাজকুমার হিরানি ও তার দীর্ঘদিনের সহযোগী অভিজাত যোশী এবং লেখক হিন্দুকুশ ভারতবংশী ও অবিষ্কার ভারতবংশী মিলে এটি তৈরি করেছেন।
ছবির গল্পের যে সময়কালের চিত্র দেখানো হবে তা যথাযথভাবে নির্মানের এমেরিকার লস অ্যাঞ্জেলেসের ভিএফএক্স স্টুডিওগুলোতে কাজ করা হবে।