শি’ক্ষা’র্থী দাবী আদায়ের মাঝে আত্র ১০ মিনিটে চলমান পরিস্থিতি নিয়ে লেখা গান দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে গেছেন তরুণ সংগীতশিল্পী পারসা মাহজাবীন পূর্ণী।
২৮ জুলাই, রবিবার নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উকুলেলে বাজিয়ে কো’টা সং’স্কা’র আ’ন্দো’ল’নের স’হিং’স’তাকে উপজীব্য ‘চলো ভুলে যাই’ শিরোনামের একটি গান শেয়ার করে। পিন কমেন্টে গায়িকা লিখেছেন, ‘গানটা লিখতে মনে হয় আমার দশ মিনিটও লাগেনি। কতটা কষ্ট নিয়ে লিখেছি আমি জানি। আমি চাই, আমার বাংলা মা আবার সুস্থ হয়ে ফিরুক।’
কমেন্টে পূর্ণী আরও লেখেন, ‘আমি চাই আমার দেশের মানুষ ভালো থাকুক। আর কোনো মায়ের কোল খালি না হোক। আমি চাই, সব সহিংসতার বিচার হোক। আমার ভাই-বোনদের রক্তের দাম দেওয়া হোক। আমার জায়গা থেকে হয়তো আমি এতটুকুই দিতে পারি।’
গানের শুরুটা ছিল, ‘ভুলে যাই আমি ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, কিভাবে মানুষ ম’রে’ছে অকালে কিভাবে কেটেছে রাতি। জাতি ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে।’
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। গত একদিনে পারশার প্রোফাইল থেকেই গানটি দেখেছে প্রায় ৩০ লাখের বেশি মানুষ। গানটি শেয়ার হয়েছে ৩৮ হাজারের বেশি। যেই তালিকায় রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন তারকারাও।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজের প্রোফাইলে পারশার গানটি শেয়ার করে লিখেছেন, ‘এটা সম্পূর্ণ ভিন্ন প্রজন্ম! এই প্রজন্মের বিবর্তন দেখে গর্বিত! শ্রদ্ধা ও ভালোবাসা নেবে।’