স্থানীয় সময় ৬ জুলাই শনিবার ভোর সাড়ে চারটায় যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি পাঁচতারা হোটেলে আগুন লেগেছে এমন সতর্কতামূলক বেল বেজে উঠে। এই হোটেলে তখন ছিলেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন তারকা, যারা ভয় পেয়ে নিচে নেমে আসেন। সেই অভিজ্ঞতা জানান চঞ্চল চৌধুরী।
নর্থ আমেরিকার বঙ্গ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ থেকে সংগীতশিল্পী অদিতি মহসীন ও অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী যুক্তরাষ্ট্রের শিকাগো পৌঁছান। স্থানীয় সময় ৪, ৫ ও ৬ জুলাই তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ভারত থেকে স্বস্তিকা মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অরিন্দম শীল, ব্যান্ড ফসিলস, সোমলতা, ইমন চক্রবর্তী অংশগ্রহণ করেন।
সকলেই স্থানীয় হায়াত রিজেন্সি হোটেলে ছিলেন। তিন দিনের এই সম্মেলনে এমন ঘটনা ঘটে।
হঠাৎ আগুন লাগার সংকেত বেজে উঠল। প্রায় বিশ মিনিট ধরে বাজে এই সংকেত। লিফট বন্ধ থাকায় সিড়ি দিয়ে নামেন সকলেই। পরে জানা গেছে ধুমপান বা অন্য কোন কারণে এই সংকেত বাজতে পারে। আগুন লাগার কোনও ঘটনা ঘটেনি।
শিকাগো থেকে চঞ্চল জানান, ‘পরে জানতে পেরেছি, এটা কারিগরি ত্রুটি ছিল, কোনো একটা কারণে বেজে ওঠে। সাধারণত হোটেলে ধূমপান করলে এভাবে বেজে ওঠে। পুরোপুরি টেকনিক্যাল সমস্যা। অত রাতে রিসিপশনেও কাউকে পেলাম না। যখন অ্যালার্ম বন্ধ হয়ে গেল, যার যার মতো করে যার যার রুমে চলে গেলাম আরকি।’