মা হচ্ছেন হেইলি বিবার।
গুঞ্জন মনে হলেও মার্কিন মডেলের সন্তানসম্ভবা হওয়ার প্রমাণ নিয়েই কিছু সময় ধরে উত্তাল হয়ে আছে নেটপাড়া।
কিছুদিন আগে মার্কিন এই তারকা স্বামী জাস্টিন বিবারের সাথে ড্রেইকের একটি কনসার্টে হাজির হন। স্বামীর সাথে কোনও অনুষ্ঠানে হেইলির উপস্থিত হওয়া নতুন কিছু নয়। কিন্তু কনসার্টটিতে সকলের নজর কাড়ে হেইলির বেবি বাম্প। আর তার পরেই হেইলির মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে নেটপাড়ায়।
ঘটনাটির আগেও কয়েকবার নেটিজেনরা মার্কিন সুপার মডেলের পোশাকের কারণে তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করছিল। মার্কিন এই সেলিব্রিটি সাধারণত তার সাইজ জিরো ফিগার দেখানোর জন্য কাপড় পড়লেও কিছু সময় ধরে ঢিলেঢালা পোশাক পড়েই পাপারাজ্জিদের ফ্রেমে ধরা পড়ছেন।
জাস্টিনের বাবা হওয়ার খবরে নেটিজেনদের এক অংশ আনন্দিত হলেও আরেক অংশ কিন্তু বারাবরই নাখোশ। জাস্টিনের প্রাক্তন প্রেমিকা সেলেনা গোমেজের দ্বারা নিজের ভবিষ্যৎ সন্তানের জন্য ভাবা নাম ‘এমোরি’ নিজের সন্তানের জন্য ব্যবহার না করার জন্য হেইলিকে অনুরোধও জানান নেটিজেনের এক অংশ।
২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন ও হেইলি। বিয়ের ৫ বছর পরেই দম্পতির সন্তানসম্ভবা হওয়ার খবরে উত্তাল হয়ে আছে গণমাধ্যম।