জেনারেশনের জেড-এর অন্যতম প্রিয় ভারতীয় গায়ক অনুভ জৈন তার দীর্ঘদিনের বান্ধবী হৃদি নারাং-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুভ। ছবিতে দুজনকেই উচ্ছ্বসিত দেখাচ্ছে এবং ভক্তরা তাদের ছবি দেখে খুবই উচ্ছ্বসিত।
মেয়ের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করেনি অনুভ। তবে ইনস্টাগ্রামে এক ভক্তের মন্তব্যের সূত্র ধরে পরিচয় পাওয়া গেলো মেয়ের। নবদম্পতিকে ট্যাগ করে তাদের সুখী বিবাহিত জীবন কামনা করে ভদ্রলোক লিখেছেন, “অভিনন্দন @anuvjain @hridinarang,”।
রেডিট এর খবর অনুযায়ী, এই দম্পতি গত ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে দিল্লিতে বিয়ে করেছিলেন। ইন্সটাগ্রামে ভক্তদের মন্তব্য উপচে পড়েছে। একজন রসিকতা করে লিখেছেন ‘কোনও ব্রেকআপ গান’ থাকবে না, কারণ গায়ক এখন বিবাহিত।
এদিকে, ২০২২ সালের সেপ্টেম্বরে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুভ জৈন সম্পর্কের ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে সম্পর্কের বিবরণ খুব তাড়াতাড়ি প্রকাশ করতে চান না। আরো বলেন “দেখা যাক কি হয়। অতঃপর এখন নেটিজেনরা পেলেন বিয়ের খবর।