হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ভারতের টিভি সিরিয়াল ‘সিআইডি’ খ্যাত অভিনেতা দিনেশ ফাদনিস। বর্তমানে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি।
ভারতের পাশাপাশি বাংলাদেশেও ‘সিআইডি’-র জনপ্রিয়তা অনেক। বাংলাদেশে এমন পরিবার খুব কম পাওয়া যাবে যাদের ‘সিআইডি’ সম্পর্কে ধারণা নেই। এই সিরিয়ালের অন্যতম জনপ্রিয় চরিত্র হলো- ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি। সিরিয়ালে তদন্তের মাঝে তার অনবদ্য কমেডি ভক্তদের হাসির খোরাক জুগিয়েছে সব সময়।
ভক্তদের রীতিমত উদ্বিগ্ন করে আচমকাই এলো অভিনেতার হার্ট অ্যাটাকের খবরটি। যদিও বর্তমানে নাকি দিনেশের শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে, ম্যাসিভ হার্ট অ্যাটাক করায় মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় দিনেশকে। সেখানে ভেন্টিলেটর সাপোর্টে আছেন তিনি। ১ ডিসেম্বর রাতে তার শারীরিক অবস্থা ছিল গুরুতর। বর্তমানে আগের চেয়ে কিছুটা ভালো আছেন তিনি।
প্রসঙ্গত, ‘সিআইডি’ সিরিয়ালে ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দিনেশ। এই সিরিয়াল ছাড়াও অভিনেতাকে আরও দেখা গেছে বলিউড অভিনেতা আমির খনের ‘সারফারোশ’ সিনেমা এবং হৃতিক রোশনের ‘সুপার ৩০’ সিনেমায়।