অভিনেতা মোশাররফ করিমের টলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হুব্বা’ মুক্তি পাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও। ছবিটির প্রযোজক ফেরদৌসুল হাসানের সঙ্গে কিবরিয়া ফিল্মসের আমদানি বিষয়ক কথাবার্তা চূড়ান্ত হয়েছে।
ব্রাত্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’ চলচ্চিত্রের মাধ্যমে ওপার বাংলার সিনেমায় কাজ শুরু মোশাররফের। একই নির্মাতার নতুন সিনেমা ‘হুব্বা’র মুখ্য চরিত্রেও অভিনয় করেছেন এপার বাংলার এই অভিনেতা। পশ্চিমবঙ্গের হুগলি জেলার গ্যাংস্টার হুব্বা শ্যামল হয়ে মোশাররফ পর্দায় ধরা দিবেন ২৪ নভেম্বর। একই দিনে মুক্তি দেওয়া সম্ভব না হলেও পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
বিষয়টি নিশ্চিত করেছেন কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। এই প্রতিষ্ঠানটিই ‘হুব্বা’ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশে।
লিপু জানান, “একই দিন মুক্তি দেওয়া হয়তো সম্ভব হবে না। আমাদের এখানে একই দিনে সিনেমা মুক্তি দেয়াটা কঠিন হয়ে যায়। অনেক সময় দেখা যায়, বিদেশি সিনেমা মুক্তি পাবে জানার পর হঠাৎ একটা নামকাওয়াস্তে দেশি সিনেমা ডেট নিয়ে নেয়। মুক্তির ক্ষেত্রে আমদানি করা সিনেমার চেয়ে দেশি সিনেমার প্রাধান্য থাকে। ফলে আমাদের পিছিয়ে যেতে হয়। তখন বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।”
প্রসঙ্গত, এর আগে বলিউডের অভিনেতা সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে চেয়েছিলেন লিপু। কিন্তু সফল হননি তিনি। ছবিটি ভারতে মুক্তির বেশ কিছুদিন পর আমদানি করা হয় বাংলাদেশে। ফলশ্রুতিতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
তবে এবার যেহেতু কথা হচ্ছে বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিমের সিনেমা ‘হুব্বা’ নিয়ে। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সমীকরণের মত না হয়ে দৃশ্য হতে পারে ব্যতিক্রমও।