‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ওয়েব সিরিজ দিয়ে ওটিটি-তে অভিষেক করেছেন সঞ্জয় লীলা বানসালি। নেটফ্লিক্সে সিরিজটি মুক্তি পাওয়ার পর থেকেই ট্রেন্ড করছে এটি। আর সিরিজের সাথে সাথে যেমন লাইমলাইটে চলে এসেছে অভিনেত্রী অদিতি রাও হায়দারি, তেমনি লাইমলাইটে আছেন আরও একজন অভিনয়শিল্পী। তিনি হলেন অভিনেতা তাহা শাহ বদুশা, যিনি ‘তাজদার’ চরিত্র ফুটিয়ে তুলেছেন পর্দায়।
তাহা ‘হীরামন্ডি’-তে তার কাজের জন্য প্রশংসায় মুখরিত। অভিনেতার প্রতি ভক্তদের এই ভালোবাসা অব্যাহত রয়েছে কান চলচ্চিত্র উৎসবেও।
বর্তমানে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে তাহা রয়েছেন ফ্রান্সের কান শহরে। আর সেখান থেকেই ‘ফিল্ম কম্প্যানিয়ন’-এর সাথে একটি সাক্ষাৎকারে জানালেন, ‘হীরামন্ডি’ মুক্তি পাওয়ার পর থেকে যেভাবে কেবল ভারতেই নয়, কান শহরের রাস্তায়ও তিনি ভালোবাসা পাচ্ছেন।
সাক্ষাৎকারে তাহাকে প্রশ্ন করা হয়, এতো জনপ্রিয়তা পেয়ে কেমন লাগছে?
উত্তরে অভিনেতা বলেন, ‘মালয়েশিয়া থেকে আসা কয়েকজন দারুণ মানুষের সাথে আমার দেখা হয়েছে। তারা সত্যিকার অর্থে আমার সাথে দেখা হওয়ার পর উত্তেজিত হয়ে গিয়েছিলেন। এই সাক্ষাৎকারের একটু আগেও কয়েকজন নারীর দেখা মিললো, যারা আমাকে দেখা মাত্র চিৎকার করছিল, কিছু বলছিল না! হঠাৎ আমি সেই দিকে তাকাতেই তারা ‘তাজদার! তাজদার ! তাজদার’ বলে ডাকতে থাকেন! তাদের চোখে পানিও দেখেছি আমি।’
তাহা যোগ করেন, ‘এমন প্রতিক্রিয়া আগে কখনো দেখিনি। তারা আমার কাছে এসেছিলেন এবং তারা আমার সাথে ছবি ও ভিডিও নিয়েছেন। তবে আলাদা অনুভূতি হলো যখন তারা তাদের মা’কে ডাকলেন এবং তাদের মায়েরাও আমার ভক্ত! পাশাপাশি তাদের বাবারাও ভক্ত ছিল! এতে আমি খুব আনন্দিত এবং সম্পূর্ণরূপে বিস্মিত হয়েছিলাম।’
উল্লেখ্য যে, ‘হীরামন্ডি’ সিরিজে অভিনয় করার অনেক বছর আগেই বলিউডে অভিষেক হয়েছিল তাহা শাহ বদুশার। তবে তিনি সফলতার মুখ দেখলেন নবাব পুত্র ‘তাজদার’ হয়েই।